অনলাইন ডেস্ক : নভেম্বরের শুরু থেকে কানাডার সাথে স্থলসীমান্তে বিধি-নিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণায় কানাডিয়ানরা খুশি হলেও একটি বিষয় অনিশ্চয়তা দেখা দিয়েছে। তা হলো- মিশ্র টিকা (মিক্সড ভ্যাকসিনেশন) গ্রহণকারীদের কি ভ্রমণের অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেওয়ারকাস গত বুধবার জানিয়েছেন যে, ফুল ডোজ টিকা গ্রহণকারীরা কোন ধরনের বিধি-নিষেধ ছাড়াই আগামী মাস থেকে স্থলপথে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। তবে মিশ্র টিকা গ্রহণকারীরা অর্থাৎ দুই কোম্পানির দুই ডোজ টিকা যারা নিয়েছেন তারা এই সুবিধা পাবেন কিনা সে বিষয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে কিছু বলেনি। কানাডায় অনেক লোক মিশ্র টিকা নিয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, সংক্রমক রোগ বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তাদের মতামত পাওয়ার পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে অটোয়া প্রশাসন জানিয়েছে, তারা মিশ্র টিকা গ্রহণকারীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি দেয়ার জন্য হোয়াইট হাউসের সাথে লবিং করে যাচ্ছে। এ বিষয়ে তারা পাবলিক হেলথ এজেন্সি অব কানাডার গবেষণা চিত্র তুলে ধরে বলেছে, কিছু ক্ষেত্রে মিশ্র, ডোজের কার্যকারিতা বেশি দেখা গেছে। তারপরও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না।
প্রসঙ্গত, করোনা মহামারি শুরুর পর দুই দেশ তাদের স্থলসীমান্ত বন্ধ করে দেয়। গত জুলাইয়ে কানাডা সীমান্ত বিধি-নিষেধ তুলে নিলেও যুক্তরাষ্ট্র এখনো তা করেনি। অবশেষে আগামী মাস থেকে তা তুলে নেয়ার ঘোষণা দিলেও কানাডা চেম্বার অব কমার্সের সভাপতি ও সিইও পেরিন বেটি বলেন, আমাদের লক্ষ্য এখনও অর্জিত হয়নি। দুই দেশের সরকারের উচিত মিক্সড ডোজ টিকা গ্রহণকারীদের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে সব অনিশ্চয়তা দূর করা। সূত্র : দ্য কানাডিয়ান প্রেস