মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের কার্যকরি সভা

গত ৬ অক্টোবর রবিবার টরন্টোস্থ ৩০৩০ ডেনফোর্থ এভিনিউ রেড হট তন্দুরী হাউস মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের কার্যকরি পরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা: মো: জাহাঙ্গীর আলম। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক খান। সভাটি পরিচালনায় ছিলেন ডা: মহবুব আলম ও দেওয়ান সুজন। প্রধান অতিথি মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, অন্টারিও মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের কার্যকরি পরিষদকে কেন্দ্রীয় কমিটিতে আজীবন সদস্যের জন্য আহŸায়ন করেন এবং অন্টারিও কমিটির কাছে তালিকা চান এবং আগামী জানুয়ারি ও ফেব্রæয়ারি ২০২০ বাংলাদেশ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি ও অন্টারিও মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন যৌথ উদ্যোগে বিক্রমপুরের কোন এক জায়গায় বিনামূল্যে মেডিকেল টিম দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে একত্রে কাজ করবেন।

বিস্তারিত পরে জানানো হবে। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দেলওয়ার হোসেন দুলাল, মো: মিজানুর রহমান বাদল, গোলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মাহবুব শ্যামল, ট্রেজারার দেলওয়ার খান ও মিজান। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী শামিম ভুয়ান এবং হোসনী মোবারক তুহিন। অবশেষে সভাপতি ফারুক খান দুপুরের খাওয়ার আমন্ত্রণ জানান। আপ্যায়ন শেষে সভা সমাপ্ত করেন।