Home বিনোদন মেকআপ ছাড়াই সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে!

মেকআপ ছাড়াই সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে!

বিনোদন ডেস্ক : সুন্দরী প্রতিযোগিতায় মেকআপ ছাড়া ফাইনালে ওঠার নজির নেই নিকট ইতিহাসে। কিন্তু এবারের মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় এমনই উদাহরণ সৃষ্টি করলেন দক্ষিণ লন্ডনের ২০ বছর বয়সী কলেজ ছাত্রী মেলিসা রাউফ। কোনরকম মেকআপ ব্যবহার না করেই সোমবার ( ২১ আগস্ট) প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে আসেন তিনি। অক্টোবরে অনুষ্ঠেয় ফাইনালে বিজয়ী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন রাউফ।
যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে মেলিসা বলেন, ‘ অনেক মেয়ে মেকআপ পরে কারণ তারা এটি করার জন্য চাপ অনুভব করে। আমরা যদি কেউ নিজের ত্বকের প্রতি সন্তুষ্ট থাকি তবে মেকআপ নিয়ে মুখ ঢেকে রাখা উচিত না। আমাদের ত্রুটিগুলি আমাদেরকে অনন্য করে তোলে।

রাউফ বলেন, যদিও তিনি অল্প বয়সে মেকআপ করা শুরু করেছিলেন, তারপরও তিনি এই প্রতিযোগিতার জন্য মেকআপের ঐতিহ্য পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন। আমি কখনই অনুভব করিনি যে, আমি সৌন্দর্যের মান পূরণ করেছি। আমি জানি আমার ত্বক সুন্দর এবং সেই কারণেই আমি কোনও মেকআপ ছাড়াই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।

রাউফ মেকআপ ছাড়া ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করে লেখেন, ‘আমি আমার ত্বকের দাগ এবং অপূর্ণতাগুলিকে আলিঙ্গন করেছি।’ সূত্র: সিএনএন

Exit mobile version