অনলাইন ডেস্ক : মেক্সিকোর পার্লামেন্টে এক উত্তপ্ত বিতর্কের সময় নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়ে। সোমবার(১৫ ডিসেম্বর) শহরের স্বচ্ছতা রক্ষা বিষয়ক একটি প্রতিষ্ঠান বিলুপ্ত করা নিয়ে আয়োজিত এই অধিবেশনে আইনপ্রণেতারা একে অপরের চুল টানা, ঘুষি বিনিময় এবং ডায়াসের ওপর ধাক্কাধাক্কিতে লিপ্ত হন। বিরোধী দলের প্রতিবাদের মুখে মুহূর্তের মধ্যেই পুরো সংসদ ভবন রণক্ষেত্রে পরিণত হয়। খবর রয়টার্সের।
চেম্বার অফ ডেপুটিজের ভেতর থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিবাদটি শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তা শারীরিক সংঘাতে রূপ নেয়। মেক্সিকো সিটির স্বচ্ছতা প্রতিষ্ঠানটি বিলুপ্ত করার প্রস্তাব নিয়ে বিতর্ক চলার সময় এই মারামারি শুরু হয়।
সংঘাতের শুরুটা ছিল নাটকীয়। ভিডিওতে দেখা যায়, একজন নারী আইনপ্রণেতা অন্য একজনের হাত চেপে ধরলে দ্বিতীয়জন ক্ষিপ্ত হয়ে সজোরে হাত ছাড়িয়ে নেন এবং প্রথমজনের পেটে কনুই দিয়ে আঘাত করেন। এরপরই দুই পক্ষের বেশ কয়েকজন নারী সদস্য একে অপরকে ধাক্কা দেওয়া ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। আশপাশে থাকা অন্য সদস্যরা তখন আতঙ্কিত হয়ে বা অবাক হয়ে মোবাইল ফোনে এই দৃশ্য ধারণ করতে থাকেন।
ঘটনার সূত্রপাত হয় যখন বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টির সদস্যরা বিতর্কিত ওই বিলের প্রতিবাদে স্পিকারের ডায়াস বা পোডিয়াম দখল করে নেন। বিরোধী দলের অভিযোগ, ক্ষমতাসীন দল মোরেনা একটি নতুন স্বচ্ছতা সংস্থা গঠনের আগের চুক্তি ভঙ্গ করেছে। এই চুক্তি ভঙ্গের প্রতিবাদে তারা পোডিয়ামে অবস্থান নিলে উত্তেজনা চরমে পৌঁছায়।
অধিবেশন জুড়ে চিৎকার ও গালিগালাজ বাড়তে থাকে এবং একপর্যায়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো পুরো চেম্বারজুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিশৃঙ্খলা এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, স্পিকার অধিবেশন স্থগিত করতে বাধ্য হন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পার্লামেন্ট ভবনের ভেতরে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়লে অধিবেশনটি স্থগিত করা হয়। পরে আইনপ্রণেতারা অন্য একটি নিরাপদ ভেন্যুতে স্থানান্তরিত হন যাতে করে তারা সেখানে পুনরায় আলোচনা চালিয়ে যেতে পারেন।
মেক্সিকোর রাজনৈতিক ইতিহাসে আইনপ্রণেতাদের এই ধরনের শারীরিক সংঘাতের ঘটনা দেশজুড়ে চরম সমালোচনা ও হাসির খোরাক জোগাচ্ছে। বিশেষ করে নারী সদস্যদের একে অপরের চুল টানা ও পেটে আঘাত করার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।






