স্পোর্টস ডেস্ক : মেসির স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিও শহরের একটি দোকানে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তারা মেসিকেও হুমকি দিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার খুব ভোরে চালানো এই বন্দুক হামলায় কেউ হতাহত হয়নি। তবে কেন দুর্বৃত্তরা মেসি ও তার শ্বশুর পরিবারকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি ওই সুপার মার্কেটের ভেতরে রোকুজ্জোর পরিবারের দোকান লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় তারা একটি বার্তাও রেখে যায়। কার্ডবোর্ডের সেই বার্তায় লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র পাবলো) জাভকিনও এক মাদক পাচারকারী, সুতরাং সেও তোমাকে রক্ষা করতে পারবে না।’

যদিও খেলার প্রয়োজনে জীবনের অধিকাংশ সময়ই স্পেনে কাটিয়েছেন মেসি। পিএসজিতে খেলার ‍সুবাদে বর্তমানে আছেন ফ্রান্সের প্যারিসে। জন্ম শহর রোজারিওতে মাঝে মাঝেই বেড়াতে যান মেসি। তবে এই ধরনের ঘটনার পর মেসির রোজারিও ভ্রমণ কিছুটা হলেও হুমকির মুখে পড়েছে।

২০২২ সালে মেসির নেতৃত্বেই কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কেটেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান