স্পোর্টস ডেস্ক : ফুটবলে এক বিশ্বকাপ ছাড়া সবই পেয়েছেন। এবারই তার শেষ বিশ্বকাপ যাত্রা সে ঘোষণা মেসি নিজেই দিয়েছেন। আর বিশ্ব জয়ের সেই স্বপ্নপূরণ থেকে মাত্র তিন ধাপ দূরে মেসি। মানে তিনটে ম্যাচ জিতলেই মেসির হাতে উঠবে সেই সোনালি ট্রফি।

অনেকেই চান মেসির হাতে এবার বিশ্বকাপটা উঠুক। তবে ব্যতিক্রম ফ্রেদ। তিনি বলেছেন সেমিতে মেসির দল তার টিম ব্রাজিলের মুখোমুখি হবে এবং সেখানে হেরেই বিদায় নেবে আলবিসেলেস্তেরা।

সেলেসাওদের হয়ে ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপ খেলা ফ্রেদ ইএসপিনকে বলেছেন, ‘আমি ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল চাই। আমি বিভ্রান্তি চাই, অনিশ্চয়তা চাই, নেইমারের ঝলক, মেসির কান্না চাই।’
গত বছর শেষবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচটি হয়েছিল গোলশূণ্য ড্র। একই বছর ২০২১ কোপার ফাইনালে মেসিদের বিপক্ষে হারের বেদনায় পুড়তে হয়েছিল তাদের। বিশ্বকাপে দুই দলের সর্বশেষ মোকাবিলা ছিল ১৯৯০ সালে। ক্লাউদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে সেবার শেষ হাসি হেসেছিল আলবিসেলেস্তেরাই।