স্পোর্টস ডেস্ক : কাতার ফুটবল বিশ্বকাপ শেষ হলেও শেষ হয়নি সমালোচনা। ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটিতে রেফাটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনটি ফাইনালে লিওনেল মেসির দ্বিতীয় গোলের মুহূর্তে আর্জেন্টিনার দুই বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছিলেন- এমন অভিযোগে গোলটি বাতিলযোগ্য বলে দাবি উঠেছে ফরাসি সংবাদমাধ্যমে। খবর ডেইলি মেইল

শেষ পর্যন্ত নীরবতা ভেঙে সমালোচনার জবাব দিয়েছেন ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করা সিমন মার্চিনিয়াক। তার মতে আর্জেন্টিনা–ফ্রান্সের ফাইনালে মেসির গোলটিতে সমস্যা নেই। বরং কিলিয়ান এমবাপ্পের গোলের সময় ফ্রান্সের ৭ জন ফুটবলার মাঠে ঢুকে পড়েছিলেন বলে জানিয়েছেন এই পোলিশ রেফারি।

নিজের দেশ পোল্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্চিনিয়াক।

পোল্যান্ডের ইতিহাসে প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা শেষে মার্চনিয়াক দেশে ফেরেন বুধবার। তাকে স্বাগত জানাতে পোল্যান্ডের প্লোক শহরে বিলবোর্ড ও ব্যানার টানানো হয়।

পরদিন শহরের মেয়রের কার্যালয়ে দেওয়া হয় সংবর্ধনা। সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা বলেন ৪১ বছর বয়সী এই রেফারি।