অনলাইন ডেস্ক : ভ্যাঙ্কুভারের প্রায় ১১০০ কিলোমিটার উত্তর-পূর্বে চেটউইন্ডে স্বাস্থ্য-পরিষেবা এতটাই অনিয়মিত হয়ে পড়েছে যে স্থানীয় বাসিন্দা অ্যাশলে ম্যাকউইলিয়াম ভয় পাচ্ছেন যে এটি তার হাঁপানিতে আক্রান্ত মেয়ে অরোরার মতো অন্যান্য লোকদের ঝুঁকিতে ফেলতে পারে। প্রায় ২৫০০ জনগোষ্ঠীর জন্য বিদ্যমান হাসপাতালটি গত বছর অন্তত ১৩ বার স্বল্পমেয়াদে বন্ধ রাখা হয়েছিল।
ম্যাকউইলিয়াম বলেন, কয়েক সপ্তাহ আগে তার হাঁপানির সমস্যা হয়েছিল এবং হাসপাতালটি খোলা আছে কি না তা নিশ্চিত করার জন্য আমাদেরকে সেখানে টেলিফোন কল দিতে হয়েছিল, কারণ আমাদের সবচেয়ে কাছের হাসপাতালতে যেতেও ভাল আবহাওয়ায় প্রায় এক ঘন্টা সময় লাগে। প্রদেশটির প্রায় অর্ধেক জুড়ে থাকা উত্তরাঞ্চলের চেটউইন্ড হাসপাতাল এবং স্বাস্থ্যসেবার এ পরিস্থিতির জন্য কর্তৃপক্ষকে দায়ী করেছেন ২৯ বছর বয়সী ম্যাকউইলিয়াম।
এমনকি হাসপাতাল বন্ধের নোটিশ দেয়াও বন্ধ করে দিয়েছে তারা। এর বদলে তারা কমিউনিটির ফেসবুক গ্রæপে পোস্ট দিচ্ছে। এ বিষয়ে আরো সচ্ছতা আনার জন্য একাধিক বাসিন্দাও পোস্ট করেছেন।
চেটউইন্ড ছাড়া আরও এক ডজন কমিউনিটির মানুষ হাসপাতাল বন্ধের মত এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এডভোকেটরা গ্রামীণ বাসিন্দাদের স্বাস্থ্য-পরিচর্যা ব্যবস্থার সাথে সম্পর্কিত খরচের জন্য ভর্তুকি দেওয়ার কথা বলেছেন।
ম্যাকউইলিয়াম জানান, সা¤প্রতিককালে তার কমিউনিটিতে অ্যাম্বুলেন্স পরিষেবাও খারাপ হয়েছে। অ্যাম্বুলেন্স পেতে সর্বোচ্চ ৯ মিটিটের বধ্যতামূলক অপেক্ষার সময় এখন ৪০ মিনিটে গিয়ে ঠেকেছে।
এটি যদি জীবনের জন্য হুমকিস্বরূপও হয়, তবুও আপনাকে সাহায্য করার জন্য আশেপাশে কেউ থাকবে এমন কোন নিশ্চয়তা নেই, বলছিলেন ম্যাকউইলিয়াম। জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি ছাড়াই হাসপাতাল বন্ধ রাখার এমন সিদ্ধান্তের ফলে প্রবীণসহ ঝুঁকিপূর্ণ বাসিন্দারা মারা যেতে বা গুরুতর আহত হতে পারে। এই অঞ্চলে স্বাস্থ্যসেবার সুবিধাগুলো ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।
নর্দান হেলথের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, যখন কোনো পরিষেবায় বিঘ্ন ঘটার কারণ হঠাৎ বা অপ্রত্যাশিত হয় বা এটি কয়েক ঘণ্টা পরে ঘটে, তখন রিয়েল টাইমে পাবলিক নোটিফিকেশন প্রদান করা চ্যালেঞ্জিং হয়ে পড়ে।” “নর্দান হেলথ পরিষেবা বাধাগুলো প্রতিরোধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে।’
ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের সহ-পরিচালক জুড কর্নেলসেন বলেছেন, ব্রিটিশ কলাম্বিয়ার (বি সি) গ্রামীণ বাসিন্দাদের জন্য খরচ বাড়তে পারে যদি তাদের প্রাথমিক সেবা প্রদানকারীকে ডাইভারশনে যেতে হয় এবং তাদের ভ্রমণ করতে হয় সে ক্ষেত্রে।
২০২১ সালে কর্নেলসেনের নেতৃত্বে ‘দ্যা রুরাল ট্যাক্স’ নামে একটি সমকক্ষ-পর্যালোচিত সমীক্ষায় দেখা গেছে যে, গ্রামীণ বাসিন্দারা স্বাস্থ্যসেবা, আবাসন এবং বিশেষজ্ঞ পরিষেবার খরচসহ স্বাস্থ্যসেবা পাওয়ার প্রক্রিয়ার জন্য খরচের বাইরে অতিরিক্ত খরচ হিসাবে গড়ে ২ হাজার ৪৪ কানাডিয়ান ডলার ব্যয় করে থাকে। এর মধ্যে ভ্রমন ও বাসস্থান ব্যয় রয়েছে।
অ্যাডভোকেসি গ্রুপ বি সি রুরাল হেলথ নেটওয়ার্কের পরিচালক পল অ্যাডামস বলেছেন, স্বাস্থ্য-পরিচর্যার অস্থিরতায়ও মানসিক এবং পদ্ধতিগত ক্ষতিও হতে পারে। ‘গ্রামীণ বাসিন্দারা বিশ্বাস করে যে তারা কয়েক দশক ধরে স্বাস্থ্য-সেবা সংকটে রয়েছে, বলেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রাদেশিক চিকিৎসা পরিষেবা পরিকল্পনা ওই সব লোকদের জন্য কিছু পাবলিক ট্রান্সপোর্ট ডিসকাউন্ট প্রদান করে যারা আগাম আবেদন করে।
নর্দান হেলথ এবং ইন্টেরিওর হেলথের গণপরিবহন ভাড়াসহ নিজস্ব প্রোগ্রাম রয়েছে। সূত্র : সিবিসি নিউজ