Home জাতীয় যমজ-যমজ বিয়ে, এলাকায় আলোচনা

যমজ-যমজ বিয়ে, এলাকায় আলোচনা

অনলাইন ডেস্ক : বরিশালে জমজ বোনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন পিরোজপুরের জমজ ভাই। সোমবার রাত ১১টার দিকে নগরীর নাজির মহল্লা এলাকায় এ বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বিয়ের অনুষ্ঠান দেখতে ভিড় জমায় বরিশালের বিভিন্ন এলাকার মানুষ।

জানা গেছে, নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের জমজ মেয়ে সোনালী কর্মকার ও রূপালী কর্মকারের সঙ্গে পিরোজপুরের স্বরূপকাঠীর ইন্দেরহাট এলাকার নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকর্তার ও কাজল কর্মকারের মধ্যে এ বিয়ে সম্পন্ন হয়।

বিয়ে দেখতে আসা সুজিত নামে এক যুবক জানান, সচরাচর এ ধরনের বিয়ের খবর শোনা যায় না। আমার মতো অনেকেই উৎসাহ নিয়ে বিয়ে দেখতে এসেছেন। সবাই নবদম্পতিদের শুভ কামনা জানিয়েছেন।

দুই বোনের মধ্যে সোনালী বড় আর দুই ভাইয়ের মধ্যে সজল বড়। পারিবারিকভাবে মাস ধরে বিয়ের কথাবার্তা চলছিল। পরে সোনালী-সজল ও রূপালী-কাজলের বিয়ের দিন চূড়ান্ত হয়। সোমবার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

Exit mobile version