Home আন্তর্জাতিক যুক্তরাজ্যে প্রায় ৯ লাখ কর্মীর বেতন বাড়বে

যুক্তরাজ্যে প্রায় ৯ লাখ কর্মীর বেতন বাড়বে

অনলাইন ডেস্ক : ২০২০-২১ অর্থবছরের জন্য বেতন বাড়ানো হবে যুক্তরাজ্যের প্রায় ৯ লাখ কর্মীর যারা পাবলিক সার্ভিসে কাজ করেন। তাদের মধ্যে আছেন শিক্ষক, চিকিৎসক ও পুলিশ। থেকে যাওয়া বাজেটের অর্থ দিয়ে এই বাড়তি বেতন দেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেছেন, করোনা ভাইরাসের এই সময়ে তারা যে কাজ করেছেন সেটার কোনো তুলনা হয় না। করোনা ভাইরাসের কারণে ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রায় ৩০০ কর্মী মারা গেছেন। শিক্ষক ও চিকিত্সকদের বেতন বাড়বে বেশি। এরপর পুলিশ কর্মীদের যারা সামাজিক দূরত্ব থেকে শুরু করে লকডাউন কার্যকরে সহায়ক ভূমিকা রেখেছেন।

এদিকে গত চার মাসের মধ্যে এই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে বৈঠক করেছেন। তবে ডাউনিং স্ট্রিটের পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বরিস জনসনের এই বৈঠক আয়োজন করা হয়। —বিবিসি

Exit mobile version