অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যে প্রবল তুষারঝড়ে অর্ধলক্ষাধিক মানুষ বিদ্যুতহীন অবস্থায় আছেন। শক্তিশালী ঝড়ের প্রভাবে বন্ধ হয়ে গেছে প্রধান প্রধান সড়কের যোগাযোগ ব্যবস্থা।

রাজ্য দুইটিতে কয়েকদিন ধরে প্রবল তুষারঝড় বয়ে যাচ্ছে। এরমধ্যে সিয়েরা নেভাদা রাজ্যের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯০ মাইল ছাড়িয়ে যায়। নেভাদায় ৩৩ হাজার ও ক্যালিফোর্নিয়ায় প্রায় ২৪ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ঝড়ের কারণে ইন্টারস্টেট ৮০ মহাসড়কের ৭৫ মাইল দীর্ঘ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

পাহাড়ি এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ১০ ফুট পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। রাজ্য প্রশাসন স্থানীয় লোকজনকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে। সূত্র: বিবিসি, সিএনএন