Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের পর এবার শুল্ক নিয়ে মোদিকে দুঃসংবাদ দিলো মেক্সিকো

যুক্তরাষ্ট্রের পর এবার শুল্ক নিয়ে মোদিকে দুঃসংবাদ দিলো মেক্সিকো

অনলাইন ডেস্ক : ভারতসহ এশিয়ার কয়েকটি দেশের নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে মেক্সিকো। মাস চারেক আগে যুক্তরাষ্ট্রও দেশটির অধিকাংশ পণ্যের ওপর সমান ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। খবর এনডিটিভির।

মেক্সিকোর দৈনিক এল ইউনিভার্সাল-এর তথ্য অনুযায়ী- অটো পার্টস, গাড়ি, পোশাক, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থালি সরঞ্জাম, খেলনা, টেক্সটাইল, আসবাবপত্র, জুতা, চামড়াজাত পণ্য, কাগজ, কার্ডবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেলার, কাঁচ, সাবান, সুগন্ধি এবং প্রসাধনীসহ আরও একগাদা পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হয়েছে।

ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াসহ যেসব দেশের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই, তাদের এই শুল্কের বোঝা বইতে হবে। দেশিয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষা দিতে আরোপ করা এই শুল্ক আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

জানা যায়, চীন-ভারতসহ এশিয় দেশগুলোর ওপর আমদানি নির্ভরতা কমাতে চাইছে মেক্সিকো সরকার। যেসব দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেশি, তাদেরকেই মূলত নতুন শুল্কনীতির মাধ্যমে নিশানা বানানো হয়েছে।

মেক্সিকোর এই সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যা দিয়ে ‘দ্রুত সংশোধনের’ আহ্বান জানিয়েছে চীন। ধারণা করা হচ্ছে, নতুন এই সিদ্ধান্তের ফলে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ ২০২৪ সালে দেশটি থেকে ১৩০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে মেক্সিকো।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর নতুন শুল্ক আরোপের ফলে ভারতের প্রধান গাড়ি রপ্তানিকারক সংস্থাগুলোর প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। গাড়ির আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হচ্ছে, যা ভারতের বৃহত্তম গাড়ি রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা।

শুল্ক চূড়ান্ত হওয়ার আগে বাণিজ্য মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে গাড়ি রপ্তানিকারকদের সংগঠন জানায়, ‘প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি কার্যকর হলে মেক্সিকোতে ভারতের অটোমোবাইল রপ্তানির ওপর সরাসরি প্রভাব পড়বে। আমরা ভারতের সরকারের কাছে অনুরোধ করছি, যাতে তারা মেক্সিকো সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে।’

দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের পর ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রপ্তানি বাজার মেক্সিকো।