Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল, অভিযোগ ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল, অভিযোগ ইরানের

অনলাইন ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার ভাষায়, ইরান ও যুক্তরাষ্ট্র যখন একটি গুরুত্বপূর্ণ চুক্তির দ্বারপ্রান্তে ছিল, ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের এই হামলা দ্বিপক্ষীয় আলোচনার প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। শুক্রবার (২০ জুন) জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ এ তথ্য জানিয়েছে।

আরাঘচি বলেন, ‘তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অত্যন্ত সম্ভাবনাময় চুক্তি প্রক্রিয়াধীন ছিল। ঠিক তখনই ইসরায়েলের এই আগ্রাসন এসেছে—যা কূটনৈতিক প্রচেষ্টায় সরাসরি আঘাত।’

তিনি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার আগে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক আলোচনায় এ মন্তব্য করেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা যখন গঠনমূলক কূটনৈতিক আলোচনায় নিয়োজিত, তখন এমন হামলা কেবল আঞ্চলিক উত্তেজনাই বাড়ায় না, বরং আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়াকেও বিপন্ন করে।”

Exit mobile version