অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) একটি আটক কেন্দ্রে বন্দুকধারীর গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সূত্রের বরাত দিয়ে এবিসির সহযোগী টেলিভিশন স্টেশন ডব্লিউএফএএ জানিয়েছে, আজ সকালে ইন্টারস্টেট হাইওয়ের কাছে অবস্থিত আটক কেন্দ্রেটিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) ক্রিস্টি নোয়েম মার্কিন এক্স-পোস্টে গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিস্তারিত (শিগগিরই) বেরিয়ে আসছে। তবে আমরা নিশ্চিত করতে পারি, এতে একাধিক আহত এবং নিহত হয়েছে।’

সূত্র ডব্লিউএফএএ’কে জানিয়েছে, কমপক্ষে তিন জন গুরুতর আহত হয়েছেন। এরপর কাছের একটি ইমিগ্রেশন অ্যাটর্নির অফিসের ছাদে একজন বন্দুকধারীর মৃতদেহ পাওয়া গেছে।

ক্রিস্টি নোয়াম বলেন, বন্দুকধারী নিজের গুলিতে মারা গেছেন। কর্তৃপক্ষ এখনো ঘটনার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানে না।

ডব্লিউএফএএ জানিয়েছে, কর্তৃপক্ষ সম্ভাব্য আরও বন্দুকধারীদের সন্ধান করছে, যদিও অন্য বন্দুকধারীরা জড়িত ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর থেকে তার প্রশাসন অভিবাসনবিরোধী অভিযান তীব্র করেছে। সংশ্লিষ্ট সংস্থা আইসিই এই কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে এই গুলিবর্ষণের ঘটনা ঘটল।

গতকাল মঙ্গলবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ঘোষণা করেছে, ২০ জানুয়ারি থেকে ২০ লাখেরও বেশি অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। এর মধ্যে প্রায় ১৬ লাখ বিদেশি স্বেচ্ছায় প্রস্থান করেছে এবং ৪ লাখেরও বেশি নির্বাসিত হয়েছে।