অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করে পালিয়েছে হামলাকারী। এর সাথে সন্ত্রাসবাদী তৎপরতার সংযোগ নেই বলে নিশ্চিত করেছেন স্থানীয় অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্ল্যাটকিন।

ইমাম হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাসে সংবাদ সম্মেলনে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল, পুলিশ ও জননিরাপত্তা বিভাগের প্রতিনিধিরা।

অ্যাটর্নি জেনারেল প্ল্যাটকিন জানান, এই হামলার সাথে স্থানীয় সন্ত্রাসীদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। পুলিশের প্রতিনিধি জানিয়েছে, পরপর দু’টি গুলি করা হয়েছে ওই ইমামকে। হামলাকারীকে ধরতে ২৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) ভোর ছয়টার দিকে নিউয়ার্ক শহরে মসজিদে মোহাম্মদ থেকে প্রায় ১০ ফুট দূরে পার্কিং লটে এই হামলা হয়। পেটে ও বাম হাতে গুলিবিদ্ধ ইমাম হাসান শরীফকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি। প্রায় পাঁচ বছর ধরে ওই মসজিদে ইমামতি করছিলেন তিনি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীকে ধরে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা।