অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন টেলিভিশন প্রতিবেদক এবং নয় বছর বয়সী একটি মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অন্য এক প্রতিবেদক এবং তার মা গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ বলছে, সকালে ওই এলাকাতেই ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের খবর জানাচ্ছিলেন নিউজ ১৩ এর ওই দুইজন সাংবাদিক। সন্দেহ করা হচ্ছে, ওই একই ব্যক্তি ফিরে এসে তাদের ওপর বন্দুক হামলা চালায়। সকালে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্যও এই ব্যক্তি দায়ী বলে মনে করছে পুলিশ।

নিহত ব্যক্তিরা আগে থেকেই লক্ষ্যবস্তু ছিল কিনা তা অস্পষ্ট। সন্দেভাজন ওই ব্যক্তিকে প্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার হাতে অস্ত্র ছিল। এদিকে, নিহতদের লাশ উদ্ধারসহ গুলিবিদ্ধদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, হামলাকারী বন্দুকধারীর নাম কিথ মেলভিন মোসেস। তার বয়স ১৯ বছর। তার বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু অপরাধমূলক অভিযোগ রয়েছে। যার মধ্যে হামলা, চুরি সন্ত্রাসী কার্যকলাপ রয়েছে। সূত্র : বিবিসি।