অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রতিদিন বা প্রায় প্রতিদিনই গাঁজা সেবন করেন এমন মানুষের সংখ্যা প্রথমবারের মতো প্রায়ই মদ পান করেন এমন মদ্যপায়ীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ মে) এক সমীক্ষার বরাতে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

এই সমীক্ষা নিয়ে অ্যাডিকশন জার্নালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চার দশক ধরে আমেরিকায় মাদক ব্যবহার ও স্বাস্থ্য সংক্রান্ত জাতীয় জরিপ সংস্থার সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ওই গবেষণা জরিপ অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে দৈনিক গাঁজা সেবন করেন এমন মানুষের সংখ্যা প্রায় এক কোটি ৭৭ লাখ। অন্যদিকে দৈনিক মদ পান করেন এমন মানুষের সংখ্যা ছিল এক কোটি ৪৭ লাখ। এর মাধ্যমে আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো মদ্যপায়ীর চেয়ে গাজা সেবনকারী মানুষের সংখ্যা বেশি হলো।

তবে গাঁজা ও মদের মধ্যে যুক্তরাষ্ট্রে এখনো মদই সবচেয়ে বেশি পান করা হয়। এরপরও জরিপে দেখা গেছে যে ১৯৯২ সাল থেকে ২০২২ সালের মধ্যে গাঁজা সেবনকারীদের মধ্যে গাঁজা ব্যবহারের পরিমাণ মাথাপিছু ১৫ গুণ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ২৪টি রাজ্য এবং কলাম্বিয়া জেলায় গাঁজার বিনোদনমূলক ব্যবহার অনুমোদন রয়েছে। অন্যদিকে ৩৮টি রাজ্যে ওষুধ হিসেবে গাঁজা ব্যবহারের বৈধতা রয়েছে। তবে সারা দেশে এই মাদককে বৈধ বা অপরাধ হিসেবে গণ্য না করার দাবি এখনো মেনে নেয়নি মার্কিন সরকার। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাঁজা নিয়ে তাদের ব্যর্থ পদ্ধতির কারণে অনেক মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে।