অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস মহামারিতে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক অর্থনীতি। প্রতিদিন কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ। লাখে লাখে বাড়ছে বেকারের সংখ্যা। বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা। বিশ্বের মধ্যে ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছেন সেখানে। সবচেয়ে মৃত্যুও ঘটেছে সেখানেই। এর মধ্যে প্রতি দিন বাড়ছে বেকারের সংখ্যা।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্যানুসারে, নতুন করে গত এক সপ্তাহে কাজ হারিয়েছেন ৫২ লাখ মানুষ। এ নিয়ে চার সপ্তাহে দেশটিতে বেকার হয়েছেন অন্তত ২ কোটি ২০ লাখ মানুষ। শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, প্রকৃত বেকার জনগণের সংখ্যা আরো অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কেননা, এই হিসাব কেবল যারা বেকারত্বভাতার জন্য আবেদন করেছে তাদের সংখ্যাই প্রকাশ করে।

শিকাগো-ভিত্তিক গ্র্যান্ট থর্নটনের প্রধান অর্থনীতিবিদ দিয়ান সৌঙ্ক বলেন, কোথাও লুকানোর জায়গা নেই। এটা আমাদের জীবদ্দশায় সবচেয়ে গভীর, দ্রুত ও বিস্তৃত মন্দা।