মিঃ উইলিয়াম শ্লোন এর উদ্যোগে প্রতি সপ্তাহের শনিবার, দুপুর ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত মন্ট্রিয়লের সেন্ট কেথারিন ষ্ট্রীট ও স্টানলি সড়কের সংযোগ স্থলে- রাশিয়া বনাম ইউক্রেন এর যুদ্ধ বন্ধের দাবি এবং অচিরেই- বিশ্ব নেতৃবৃন্দের আলোচনা করে এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আন্দোলন, বিক্ষোভ ও জনসভা করে যাচ্ছে।

মিঃ স্লন জন সভায় বলেন, সেনা বাহিনী দিয়ে এবং গোলাবারুদ পাঠানো বন্ধ করতে হবে।
যুদ্ধ বাধিয়ে বন্দুক দিয়ে মানুষ হত্যা করা জঘন্যতম অপরাধ। এ অপরাধ হতে কানাডার মত শান্তির দেশকে বিরত থাকতে হবে।

আলোচনা করে এ দুই দেশের সমস্যা সমাধান করা সম্ভব। আমরা কানাডার সচেতন নাগরিক, আমরা যুদ্ধ চাই না। এবং আমাদের দেশের অস্ত্র দিয়ে অন্য কারো মৃত্যু হউক, এটাও আমরা চাই না। পৃথিবীর প্রতিটি মানুষের বাঁচার অধিকার চাই।

বাংলাদেশ কমিনিটির পক্ষ হতে এ যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে কাজ করে যাচ্ছে- কুইবেক আওয়ামী লীগ এর সভাপতি মুন্সী বশীর, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সুইট, ব্রাহ্মণবাড়িয়া সমিতির মিঃ মনিরুল ইসলাম। শহীদ সালাম-বরকত বাংলা শিক্ষা ঘর – এর সভাপতি- দীন মোহাম্মদ তপন, বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়ল এর শাহ মোঃ ফায়েক। সিটি মন্ট্রিয়ল এর সমাজ কর্মী রুমেন আলমসহ অনেকে।