অনলাইন ডেস্ক : বিরোধীদলের সঙ্গে কোনো সংলাপ (ডায়লগ) হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘যারা খুন করার পরও বলে, ডায়ালগ করতে হবে। কার সঙ্গে ডায়ালগ করতে হবে? ট্রাম্প সাহেবের সঙ্গে কি বাইডেন ডায়ালগ করতেছে? যেদিন ট্রাম্প সাহেব আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমি করব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কার সঙ্গে সংলাপ? বিরোধী দলটা কে? বিরোধী দল হচ্ছে, যাদের সংসদে আসন আছে। এর বাইরেরগুলো আমেরিকায়ও বিরোধী দল হিসেবে দেখে না। ট্রাম্পকে তারা কী বলবে? তারা তো তাদের বিরোধী দল। যদিও আমরা তাদের পদ্ধতিতে না।’

প্রধানমন্ত্রীর কাছে এক জ্যৈষ্ঠ সাংবাদিক প্রশ্ন করেন, ‘দেশে জনগণের মধ্যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি সংশয় দেখা দিয়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ বলছেন, জরুরি অবস্থা জারি হতে পারে। এ পরিস্থিতিতে আপনার (প্রধানমন্ত্রী) বক্তব্য জানতে চাই।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে নির্বাচন হবে এবং যথাসময়ে হবে। কে চোখ রাঙাল আর কে চোখ বাঁকা করল–তাতে আমাদের কিছু যায় আসেন না। নির্বাচন যথাসময়েই হবে।’