Home বিনোদন রণবীর-আলিয়ার বাড়ির পাশে রাহুল-আথিয়ার বাড়ি

রণবীর-আলিয়ার বাড়ির পাশে রাহুল-আথিয়ার বাড়ি

বিনোদন ডেস্ক : কিছু দিন আগে গুঞ্জন রটেছিল, আগামী তিন মাসের মধ্যে গাঁটছড়া বাঁধবেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়া শেঠি।

সে কথা কানে যেতেই আগেভাগে বিবৃতি দিলেন আথিয়া। জানালেন, ‘একেবারেই না। এত তাড়াতাড়ি কোনও পরিকল্পনা নেই। রসিক সুরে বললেন, “বিয়ে আমাদের নয়, তবে তিন মাসের মধ্যে বিয়ের নিমন্ত্রণ পাব অনেক, সে বিষয়ে নিশ্চিত।”

ক্রিকেট ও শোবিজ জগতের এই দুই তারকা চলতি বছর শীতে বিয়ে করতে যাচ্ছেন বলেই শোনা গিয়েছিল। কিন্তু অভিনেত্রীর মুখে শোনা মাত্র জল্পনায় ছেদ পড়ল।

তবে পারিবারিক পরিকল্পনার খুব বেশি বদল না ঘটলেও বিয়েটা হচ্ছে। জানা গিয়েছে, ২০২৩ সালের গোড়ার দিকে দুজনের চার হাত এক হতে চলেছে।

বিয়ের পর দম্পতি মুম্বাইয়ের পালি হিল নামক অভিজাত এলাকার সান্ধু প্যালেস আবাসনে উঠবেন, এমনই পরিকল্পনা রয়েছে। সেই ভবনের নির্মাণ এখনও শেষ হয়নি। রণবীর কাপুর আর আলিয়া ভাট যে ‘বাস্তু’ ভবনে থাকেন তার দুটো বাড়ি পরেই সান্ধু।

ওদিকে, তিন বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন আথিয়া এবং রাহুল। অহন শেঠির প্রথম সিনেমা ‘তড়প’-এর প্রিমিয়ারে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন যুগল। বর্তমানে আথিয়া রাহুলের সঙ্গে উড়ে যান আন্তর্জাতিক ক্রিকেট সফরে। অস্ত্রোপচারের জন্য যখন জার্মানি যেতে হয়েছিল রাহুলকে, তখনও সঙ্গে গিয়েছিলেন আথিয়া। এখন দু’জনেই যে যার কাজে ব্যস্ত।

সম্প্রতি আথিয়া একটি সিনেমা এবং একটি ওয়েব সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে শোনা যাচ্ছে।

সূত্র : আনন্দবাজার

Exit mobile version