বিনোদন ডেস্ক : সম্প্রতি উদ্বোধন হলো প্রিয়াঙ্কার রেস্তোরাঁ ‘সোনা’র। এরপরই প্রকাশ্যে এলো রেস্তোরাঁর রাজকীয় অন্দরমহলের ছবি। কিন্তু প্রিয়াঙ্কার জন্য দুঃখের বিষয়, শুটিংয়ের জন্য রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেননি তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া ‘সোনা’র ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘আজ সোনার উদ্বোধন হলো। সুস্বাদু ভারতীয় খাবারের কথা মাথায় রেখে শুরু করা হয়েছিল। তবে এখন সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। আমি সকলকে এখানে স্বাগত জানাচ্ছি। নিউ ইয়র্কের বুকে এক টুকরো ভারতের থাকার অভিজ্ঞতা অনুভব করতে পারবেন।’
প্রিয়াঙ্কার রেস্তোরাঁটি লম্বা আকারের। বসার জায়গাগুলো রয়েছে দেয়াল ঘেঁষে ও মাঝে। রেস্তোরাঁর থামগুলো খানিকটা ভারতীয় প্রাসাদের আদলে তৈরি। মেঝে তৈরি হয়েছে কাঠ দিয়ে। ভেতরের পুরো জায়গা সোনালি থিমে সাজানো।






