হাসান আমিন : রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ‘রানি ৭০ বছর ধরে শক্তি এবং প্রজ্ঞার সাথে আমাদের সকলের সেবা করেছেন, এরই ধারাবাহিকতায় আমরা আজ বৈচিত্র্যময়, আশাবাদী, দায়িত্বশীল, উচ্চাকাক্সক্ষী এবং অসাধারণ একটি দেশে পরিণত হয়েছি।
রানি দ্বিতীয় এলিজাবেথ কানাডার সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপ্রধান ছিলেন এবং দেশের বয়সকালের প্রায় অর্ধেক সময় ধরে তিনি রানি ছিলেন। তার রাজত্বের সময়ে ১২ জন প্রধানমন্ত্রী কানাডার দায়িত্বে এসেছেন। ট্রুডো ছিলেন তার ১২তম প্রধানমন্ত্রী। আবেগাপ্লুত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডিয়ানদের জন্য তার ছিলো গভীর ভালোবাসা। প্রধানমন্ত্রী বলেন, রানির সঙ্গে আলাপচারিতার অভাব বোধ করবেন তিনি, যেখানে রানি ছিলেন জ্ঞানী, কৌতূহলী, সহায়ক ও মজার এবং আরও অনেক কিছু। তিনি ছিলেন দুনিয়ায় আমার প্রিয় মানুষদের একজন। আমি তাঁর অভাববোধ করবো।
রানির মৃত্যুতে গভর্নর জেনারেল মেরি সিমনও শোক প্রকাশ করেছেন। ‘যখন আমি বড় হচ্ছিলাম আর্কটিকের অনেকের মতো আমার দাদি রানিকে শ্রদ্ধা করতেন। তিনি আমাদের মহারানি সম্পর্কে এবং তার ভূমিকা ও প্রতিশ্রæতি সম্পর্কে গল্প বলতেন,’ বলেন সিমন। তিনি আরো বলেন, ‘এই বছরের শুরুতে যখন আমরা তাঁর সাথে সময় কাটিয়েছি তখন রানির উষ্ণ অভ্যর্থনা ছিল আমাদের জীবনের একটি গভীর মুহূর্ত এবং একটি স্মৃতি যা আমরা চিরকাল লালন করব।’
অন্তর্র্বতীকালীন রক্ষণশীল নেতা ক্যান্ডিস বার্গেন রানির মৃত্যুতে এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘রানি আমাদের দেশের সমৃদ্ধির অবিচ্ছেদ্য অংশ ছিলেন। একটি গর্বিত কমনওয়েলথ দেশ হিসাবে, আমরা আমাদের দীর্ঘতম সময়ের এক রাষ্ট্রপ্রধানকে হারানোর অবর্ণনীয় দুঃখের সাথে শোকাহত।’ ‘কানাডার রানি হিসাবে তিনি শুধুমাত্র একটি আধুনিক, আত্মবিশ্বাসী এবং আত্মনিশ্চিত জাতি হিসাবে আমাদের ঐতিহাসিক বিবর্তনের একজন সাক্ষীই ছিলেন না – তিনি একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।’
এনডিপি নেতা জগমিত সিং রানির পরিবারের প্রতি বিশেষ সমবেদনা প্রকাশ করেছেন। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীরাও রানির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেছেন, কানাডার সাথে রানির দীর্ঘ সম্পর্ক রয়েছে। তিনি কানাডাকে তাঁর সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতেন এবং সত্যিই তিনি আমাদের একজন ছিলেন। কানাডার জনগণ সব সময় সম্মান ও ভালোবাসার সাথে তাঁর অনুভূতির প্রতিদান দিয়েছে’, বলেন হার্পার।
প্রাদেশিক নেতারাও রানির মৃত্যুত শোক জানিয়েছেন। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড রানির রাজত্বকে ‘নিঃস্বার্থ সেবার প্রকৃত অর্থ আমাদের শিখিয়েছেন’ বলে অভিহিত করেছেন। ফোর্ড রাজা চার্লসকেও সমবেদনা জানিয়েছেন এবং সিংহাসনে আরোহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। আলবার্টার প্রিমিয়ার জেসন কেনিও রানির দীর্ঘ সেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন।