Home আন্তর্জাতিক রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে ছাড় পাবে না ভারত, মার্কিন কর্মকর্তার...

রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে ছাড় পাবে না ভারত, মার্কিন কর্মকর্তার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ না করলে ভারতকে কোনও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউসের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রুশ তেল আমদানি করায় ইতোমধ্যেই ভারতীয় পণ্যে শাস্তিস্বরূপ ২৫ শতাংশসহ মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র, যা ব্রাজিল ব্যতিত যেকোনও দেশের তুলনায় সর্বোচ্চ।

কেভিন হাসেট বলেন, “ভারতীয়রা যদি একচুলও না সরে, প্রেসিডেন্ট ট্রাম্পও সরে দাঁড়াবেন না। আমাদের জন্য বাণিজ্য আলোচনাটা জটিল হয়ে উঠছে। এর মাধ্যমে একদিকে রাশিয়ার ওপরও চাপ প্রয়োগ, অন্যদিকে ভারতের বাজারকে মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করার কৌশল হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন।”

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেছিলেন, ভারতের ওপর শুল্ক শুধু রাশিয়ার তেল কেনা নিয়েই নয়, বরং দীর্ঘসূত্রিতার কারণে আলোচনার জটও তৈরি হয়েছে।

ফক্স বিজনেসকে তিনি বলেন, “আমরা ভেবেছিলাম মে বা জুনে ভারতের সঙ্গে চুক্তি হয়ে যাবে। কিন্তু ভারত সবকিছু বিলম্বিত করেছে। তারা বেশ অনাগ্রহী আচরণ করছে।”

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন- কৃষক ও দেশের স্বার্থের প্রশ্নে তিনি কোনও আপস করবেন না। ভারত সরকারের হিসাব অনুযায়ী, নতুন শুল্কের কারণে প্রায় ৪ হাজার ৮২০ কোটি ডলারের রফতানি ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র: এনডিটিভি

Exit mobile version