Home কানাডা খবর রাশিয়া-ইউক্রেন বিরোধ বিপাকে কানাডা

রাশিয়া-ইউক্রেন বিরোধ বিপাকে কানাডা

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রতি কানাডার দীর্ঘস্থায়ী অটল সমর্থন নতুন বছরের শুরুতে কঠিন চাপের মধ্যে পড়তে পারে। সাবেক সামরিক শীর্ষ কমান্ডার ও বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারিতেই ইউক্রেনে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য রাশিয়া প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বলেছে তারা রুশ হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে সেনা পাঠাবে না। পূর্ব ইউরোপের এই বিরোধে বিপাকে পড়েছে কানাডা। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া-ইউক্রেন সঙ্কটের সম্ভাব্য যে ৫টি পরিণতি অপেক্ষা করছে তার সবগুলোই কানাডার জন্য নেতিবাচক।
ইউক্রেনের পূর্ব সীমান্তে রাশিয়া এক লাখেরও বেশি সৈন্য সমাবেশ করেছে। বিষয়টি পশ্চিমা নেতা ও নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা এটিকে সর্বাত্মক হামলার প্রস্তুতি হিসেবেই দেখছেন। যদি তাই হয় তাহলে কানাডার পক্ষে ন্যাটোর সিদ্ধান্তের বাইরে গিয়ে দীর্ঘ দিনের বন্ধু ইউক্রেনের জন্য কিছু করা সম্ভব হবে না।

তবে মার্কিন গোয়েন্দারা বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো ইউক্রেনে সর্বাত্মক সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেন নি। ক্রেমলিনও এ ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। এমন পরিস্থিতিতে নতুন বছরে অভ্যন্তরিন ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই অস্বাস্তিকর অবস্থার মধ্যে পড়েছে কানাডা। কেননা ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়ে প্রধান পৃষ্ঠপোষক ছিল কানাডা। দুই দেশের মধ্যে রয়েছে ‘অটল’ সম্পর্ক। এখন বন্ধুর বিপদে পাশে দাড়াতে পারছে না কানাডা। যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইতোমধ্যেই বলেছে যে তারা ইউক্রেনের পক্ষে সেনা পাঠাবে না। এটি কানাডার জন্য উদ্বেগের কেননা লিবারেল সরকারকে ন্যাটোর অন্য মিত্রদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। অভ্যন্তরিনভাবে এটা যতই যন্ত্রণাদায়ক হোক সরকারকে এই অস্বস্তিকর পরিস্থিতি মোকাবেলা করতেই হবে। অন্টারিওর কিংস্টন কুইন্স ইউনিভার্সিটির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগি অধ্যাপক স্টেফানি ভন হালটকি বলেন, ইউক্রেনের সাথে কানাডা সরকার ইতোমধ্যে যেসব চুক্তি ও কর্মযজ্ঞ শুরু করেছে সেগুলো চালু রাখাই এখন কঠিন হবে। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দু’দেশের সম্পর্ক। ইউক্রেনের জন্য কানাডা যে কাজগুলো করেছে তার মধ্যে একটি হল, আন্তর্জাতিক প্রশিক্ষণ মিশনের মাধ্যমে ইউক্রেনীয় সৈন্যদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা। আগামী মার্চে এ বিষয়ক চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। ট্রুডো সরকার ইতোমধ্যে চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়ে রেখেছেন। এই মুহূর্তে ইউক্রেনে কানাডিয়ান সামরিক প্রশিক্ষক রয়েছেন প্রায় ২০০ জন। সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাত্কারে কানাডার চিফ অব দ্য ডিফেন্স স্টাফ জেনারেল ওয়েন আয়ার বলেছেন, ইউক্রেনে কানাডার কর্মকান্ড কোন যুদ্ধ মিশন নয়। এটি একটি প্রশিক্ষণ কর্মসূচি। রাশিয়া যদি সেখানে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে আমাদের সেখান থেকে চলে আসা ছাড়া অন্য কোন পথ খোলা থাকবে না। তিনি আরো বলেন, আমাদের কাজ প্রশিক্ষণ দেয়া, লড়াই করা নয়। তাছাড়া আমরা ন্যাটোর সদস্য হিসেবে ন্যাটোর সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারি না। অর্থাত রাশিয়া যদি ইউক্রেনে সর্বাত্মক লড়াই শুরু করে তবে কানাডাকে ওই চুক্তি থেকে সরে আসতে হবে। ট্রুডোর ইচ্ছা সত্বেও তা নবায়ন করা যাবে না। মোট কথা রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি কানাডাকে প্রকট অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। সঠিক পছন্দটি বাছাই করা সরকারের জন্য সত্যিই কঠিন হয়ে পড়েছে। সূত্র : সিবিসি

Exit mobile version