অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন সময় আগস্টের ভেতর রাশিয়ার ভ্যাকসিন আনার খবরে নড়েচড়ে বসেছে বিশ্ব। দেশটির শীর্ষ পর্যায় থেকে আসা এই ঘোষণার কথা শুনে গবেষকেরা বলছেন এটি ‘সম্ভব’।

রাশিয়ার রাজধানীতে সরকারি অর্থায়নে ভ্যাকসিনটি তৈরির চেষ্টায় আছে গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউট।

হিউম্যান ভাইরোলজি পাঠ্যপুস্তকের সহলেখক প্রফেসর জন মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ন্যাশনালকে বলেছেন, ‘রাশিয়ার ভ্যাকসিনের খবরে আমি মুগ্ধ কিন্তু অবাক নই।’
ব্রিটেনের এই বিশেষজ্ঞ বলছেন, ‘এ কথা বলছে গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউট। এটি বেশ বড় গবেষণা প্রতিষ্ঠান। তারা নিশ্চয়ই আন্তর্জাতিক মান অনুসরণ করবে, যাতে রাশিয়াসহ অন্য দেশে ক্রস-লাইসেন্সড পায়।’

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্ট ফান্ডের পরিচালক কিরিল দিমিত্রিভ দাবি করেছেন, করোনা প্রতিরোধী প্রথম ভ্যাকসিন তারাই আনবেন। দিমিত্রিভ নিজেও এই ভ্যাকসিনটি নিয়েছেন।