Home খেলাধুলা রিয়ালের হোঁচট, লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার গোলের হালি

রিয়ালের হোঁচট, লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার গোলের হালি

স্পোর্টস ডেস্ক : দুঃসময় কাটছে না রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সঙ্গে হারের হতাশা ভোলার আগেই লা লিগায় হোঁচট খেল দলটি। গোলশূন্য ড্র করে রায়ো ভাইয়েকানোর সঙ্গে পয়েন্ট হারাল জাবি আলোনসোর দল। অন্যদিকে, রবের্ত লেভানদোভস্কির হ্যাটট্রিকে সেল্টা ভিগোর বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

স্প্যানিশ লা লিগায় ১২ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে বার্সেলোনা। অন্যদিকে, রায়ো ভাইয়েকানোর সঙ্গে ড্র করার পরও বার্সার চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ।

রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২১ শট নিয়ে কেবল পাঁচটি লক্ষ‍্যে রাখতে পারে রিয়াল। অন‍্য দিকে, ভাইয়েকানোর ১৩ শটের দুটি ছিল লক্ষ‍্যে।

অন্যদিকে, প্রথমার্ধেই লামিনে ইয়ামালের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি। তাতে হালি গোল দিয়েই জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। কোনো গোল না পেলেও, তিনটি গোলে অবদান রাখেন মার্কাশ র‌্যাশফোর্ড। যদিও ম্যাচে শেষদিকে লাল কার্ড দেখেন ম্যাচজুড়ে দারুণ খেলা ফ্রেংকি ডি ইয়ং। পরের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না এই ডাচ মিডফিল্ডার।

বার্সার প্রথম গোল পান লেভানদোভস্কিই। দশম মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার। কিছুক্ষণ পরই পাল্টা-আক্রমণে বার্সেলোনার জালে বল পাঠিয়ে সমতায় ফেরে সেল্টা। বার্সা গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনিকে পরাস্ত করেন সের্হিও কারেইরা।

৩৭তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে দলকে আবার এগিয়ে নেন লেভানদোভস্কি। বাঁ দিক থেকে র‌্যাশফোর্ডের ক্রসে ছয় গজ বক্সে ভলিতে বল জালে পাঠান ৩৭ বছর বয়সী স্ট্রাইকার। এর পরপরই সমতা ফেরান ইগলেসিয়াস। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তৃতীয় দফায় এগিয়ে যায় বার্সেলোনা। এবার গোল দেন ইয়ামাল।

দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন লেভানদোভস্কি। র‌্যাশফোর্ডের কর্নারে তার হেড পোস্টে লেগে জালে জড়ায়। এরপর আর কোনো গোল হয়নি।