Home কানাডা খবর রুশ নাগরিকদের কানাডা ভ্রমণ এড়াতে পরামর্শ

রুশ নাগরিকদের কানাডা ভ্রমণ এড়াতে পরামর্শ

অনলাইন ডেস্ক : রাশিয়া তাদের নাগরিকদের কানাডা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। কানাডায় রুশ নাগরিকদের ওপর বেশ কয়েকটি হামলার পর মস্কো এই পদক্ষেপ নিয়েছে। শনিবার (২২ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার বরাত দিয়ে এ তথ্য জানায় আরব নিউজ।

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে কানাডা রাশিয়ার সবচেয়ে সমালোচক। অসংখ্য রুশ ব্যক্তি ও শত শত প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি কানাডা মস্কোর সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘কানাডায় আমাদের নাগরিকদের ওপর বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের নাগরিকদের নিরাপত্তাজনিত কারণে কানাডা ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

Exit mobile version