বিনোদন ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আকস্মিক এনগেজমেন্টের খবর আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তার অতীতকে। সেই প্রেক্ষাপটে ২০০৭ সালের লিসবন ইভেন্টে রোনালদোর সঙ্গে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর ভাইরাল চুম্বনের ছবিটিও ফের নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। তখন বিপাশা জন আব্রাহামের সঙ্গে সিরিয়াস সম্পর্কের মধ্যে ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ২০০৭ সালে নিউ সেভেন ওয়ান্ডারস অফ দ্যা ওয়ার্ল্ড অনুষ্ঠান লিসবনে আয়োজিত হয়েছিল। সেখানে বলিউডকে প্রতিনিধিত্ব করছিলেন বিপাশা, আর আন্তর্জাতিক ফুটবল তারকা রোনালদো উপস্থিত ছিলেন। রোনালদোর আকর্ষণীয় ব্যক্তিত্ব বিপাশার ওপরও ছাপ ফেলে। ইভেন্টের পর অনুষ্ঠান চলাকালীন দুজনই একটি পার্টিতে যান। সেখানে হাসি-খুশি ও আড্ডার ছবি তোলা হয়, কিন্তু একটি চুম্বনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি করে। তখন অনেকেই বিপাশাকে জন আব্রাহামকে প্রতারণার অভিযোগে সমালোচনা করেন।
বিপাশা পরে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এই ঘটনাকে স্মরণ করে বলেন, আমি কখনও মিডিয়ার কাছে বিস্তারিত ব্যাখ্যা দেয়ার চেষ্টা করিনি, কিন্তু এখন দেব। তিনি আরও বলেন, আমি রোনালদোর বড় ফ্যান ছিলাম এবং এখনও আছি। পোর্টুগালে অনুষ্ঠান চলাকালীন মিটিংয়ে, তিনি ছিলেন খুব উঁচু, এবং শব্দও প্রচুর ছিল। প্রতিবার কথা বলতে হলে আমাকে নিচে তাকিয়ে কথা বলতে হতো।
অন্য একটি সাক্ষাৎকারে বিপাশা বলেন, তার সঙ্গে দেখা এক স্বপ্নের মতো ছিল। ইভেন্টের পর আমরা ক্লাবিংয়ে গিয়েছিলাম, যা অসাধারণ অভিজ্ঞতা ছিল। সে খুব কিউট, এবং যখন আমাকে কিউট বলেছিল তা অদ্ভুত মনে হয়েছিল। এখন সে আমার বন্ধু, এবং সে আমাকে তার সব ম্যাচে আমন্ত্রণ জানানোর প্রতিশ্রুতি দিয়েছে।
গুজবটি ছিল, জন আব্রাহাম যিনি বিপাশার সঙ্গে তখন সিরিয়াসভাবে সম্পর্কিত ছিলেন, তিনি এই রোনালদোর সঙ্গে সম্পর্কের খবর শুনে কষ্ট পেয়েছিলেন এবং হয়তো সম্পর্ক শেষ করার কথাও ভেবেছিলেন। পরে জুটি পুনরায় মিলিত হন, কিন্তু বহু বছর পর তারা শেষ পর্যন্ত আলাদা হয়ে যান। বিপাশা পরে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন।
অন্যদিকে, রোনালদো কখনও বিয়ে না করলেও, জর্জিনার সঙ্গে আট বছর ধরে সম্পর্ক আছে। ২০১০ সালে তিনি প্রথমবার বাবা হন, ক্রিশ্চিয়ানো জুনিয়রের জন্ম হয়। ২০১৭ সালে জমজ সন্তান ইভা মারিয়া ও মাটেও এবং একই বছর একটি কন্যা আলানা মার্তিনা জর্জিনার সঙ্গে। ২০২২ সালে তারা বেলা এসমেরাল্ডা স্বাগত জানালেও, নবজাতক ছেলে মৃত্যুবরণ করেন।