স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও তিন মিনিটের ব্যবধানে লিড নেয় এসি মিলান। লিভারপুলের মাঠ আনফিল্ডে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রীতিমতো হুংকার দিতে থাকে ইতালির ক্লাবটি। কিন্তু আট বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ইতালিয়ান দলটি ব্যবধান ধরে রাখতে পারল না। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল অলরেডরা।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর রেবিচ ও ব্রাহিম দিয়াসের গোলে এগিয়ে যায় মিলান। প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে দলকে সমতায় আনেন মোহামেদ সালাহ। শেষের দিকে জয়সূচক গোলটি করেন জর্ডান হেন্ডারসন।

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থেকে আক্রমণে আধিপত্য করা লিভারপুল গোলের জন্য শট নেয় মোট ২৩টি, যার ৮টি লক্ষ্যে। মিলানের ৭ শটের ৪টি লক্ষ্যে ছিল। গ্রুপের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ ও পোর্তো।