Home কানাডা খবর লাখ লাখ এন-৯৫ মাস্ক কিনেছে কুইবেক

লাখ লাখ এন-৯৫ মাস্ক কিনেছে কুইবেক

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য লাখ লাখ এন-৯৫ মাস্ক কিনছে কুইবেক প্রশাসন। সরকারের তরফ থেকে সঠিক সংখ্যা জানানো না হলেও অনুসন্ধানে জানা গেছে ইতোমধ্যে ১৫ মিলিয়ন মাস্কের মজুদ রয়েছে এবং আরো ১০ মিলিয়ন মাস্ক ক্রয়ের আদেশ দেয়া হয়েছে। কিছু দিনের মধ্যে আরো কয়েক মিলিয়ন মাস্ক ক্রয়ের আদেশ দেয়া হতে পারে।

ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তারের প্রেক্ষিতে স্বাস্থ্যকমীদের সুরক্ষায় এই মাস্ক ক্রয় করা হচ্ছে। হাসপাতালে আসা রোগীদের থেকে যেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা সংক্রমিত না হন সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এক সমীক্ষায় দেখা গেছে হাসপাতালে আসা প্রতি ১০ জন রোগীর ৮ জন ওমিক্রনে আক্রান্ত। এই ভ্যারিয়েন্টটি খুবই সংক্রমক হওয়ায় ডাক্তার ও নার্সরা সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও ওমিক্রন থেকে বাঁচতে উন্নত মানের মাস্ক ব্যবহারে পরামর্শ দেয়া হয়েছে।

কুইবেক প্রশাসন হাসপাতালের পরিচর্যাকারিদের সবার জন্য উন্নত মানের এন-৯৫ মাস্ক নিশ্চিত করতে চাইছে। এমন কি যেখানে করোনার উপসর্গবিহীন রোগীদের পরিচর্যা করা হয় সেখানেও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের উপর জোর দেয়া হচ্ছে। তবে সরকার এন-৯৫ মাস্কের মজুদ সম্পর্কে বিস্তারিত বলতে চাইছে না। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে বলা হয়েছে। ‘কৌশলগত’ কারণে তারা এই তথ্য দিতে চাইছে না।

এদিকে এক সমীক্ষায় দেখা গেছে, অনেকেই মাস্ক পরাকে কোন ‘জাদুকরি’ সমাধান মনে করছেন না। তবে ন্যাশনাল পাবলিক হেলথ পরিচালক হোরাসিও আরুরদা বলেছেন, সঠিকভাবে মাস্ক পরাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মতে খারাপ ফিটিং করা এন-৯৫ মাস্কের চেয়ে সঠিকভাবে ফিট করা সার্জিক্যাল মাস্ক অনেক উপকারি।

গত বুধবার ফেডারেশন অব হেলথ অ্যান্ড সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে এন-৯৫ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে চিঠি ইস্যু করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আসুন সঠিক মাস্ক ব্যবহার করি’ ২০২০ সালের এপ্রিলের ভুলের প‚নরাবৃত্তি না করি’।

মন্ট্রিল ক্লিনিক্যাল রিসার্চ ইনিস্টিটিউটের ইমিউনোলজিস্ট আন্দ্রে ভেইলেট চলতি সপ্তাহের শুরুতে সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে সব হাসপাতালের কর্মীদের জন্য এন-৯৫ মাস্ক নিশ্চিত করা উচিত। কেননা নিজের অজান্তেই তারা করোনার ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হতে পারে। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version