অখিল সাহা, টরন্টো: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ রংপুরে লালমনিরহাটে ধর্মীয় অবমাননার মিথ্যে অজুহাতে নিরীহ ব্যক্তিকে হত্যা ও পুড়িয়ে মারা এবং কুমিল্লার মুরাদনগরে মিথ্যে অপবাদে হিন্দু সম্প্রদায়ের উপর মৌলবাদী হামলা ও ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার মত ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। উদীচী কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম এক বিবৃতিতে দেশের ক্ষমতাসীন সরকারের নাকের ডগায় এই জাতীয় ঘটনা ঘটলেও সরকারের গাফিলতি ও কঠোর পদক্ষেপের অভাবে তীব্র প্রতিবাদ প্রকাশ করেন। তাঁরা মনে করেন, প্রশাসনের যথাসময়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনই একমাত্র এজাতীয় ঘটনা নিয়ন্ত্রনের উপায়। এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়ে তাঁরা অনতিবিলম্বে উপরোক্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও এই জাতীয় সকল ঘটনায় সংম্পৃক্ত সাম্প্রদায়িক অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

উল্লেখ্য, মুরাদনগরের ঘটনায় উদীচী কানাডা সংসদের সহ সভাপতি চিত্ত ভৌমিকের শ্বশুরালয়সহ দশটি হিন্দু বাড়ি, স্কুল ও মন্দিরে লুটপাট করার পর গান পাউডার ও পেট্রোল ছিটিয়ে ভস্মীভুত করা হয়েছে। যা পাকিস্তানী সেনাদের নৃশংসতার কথা মনে করিয়ে দেয়। তাঁর শ্যালককে মিথ্যা মামলায় জেলখানায় রাখা হয়েছে। হামলায় তাঁর শ্বাশুড়ী মালতী দেবনাথ মারাত্মক মানসিক ও শারীরিকভাবে আহত হয়েছেন।