অনলাইন ডেস্ক : কানাডার আগামী নির্বাচনে সামান্য ব্যবধানে হলেও এগিয়ে আছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। সিবিসির পুল ট্যাকারের সর্বশেষ জরিপে দেখা গেছে এই মুহূর্তে নির্বাচন হলে দলটি ১৭১ আসনে জয়লাভ করবে। যেখানে সরকার গঠনের জন্য তাদের প্রয়োজন ১৭০ আসন। অর্থাত তারা তাদের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তেই আছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কুইবেকে সংবিধান সংশোধন নিয়ে (বিল ৯৬) আলোচনা-সমালোচনার মুখে সেখানকার নির্বাচনী পরিস্থিতি এখন দোদুল্যমান। তবুও আশা করছে সেখানে তারা গত নির্বাচনের চাইতে ভাল ফলাফল করবে। কারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কুইবেকের আসনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে ৭৮টি ফেডারেল আসনের বেশিরভাগই নিজেদের দখলে রাখতে চাইবে ক্ষমতাসীনরা। পুল ট্যাকারের জরিপেও দেখা গেছে এখানে গতবারের চাইতে প্রায় ৯টি আসন তারা বেশি পেতে পারে। এছাড়া ব্রিটিশ কলম্বিয়া ৮টি, অন্টারিওতে ৬টি, আলবার্টায় ৫টি অন্যান্য এলাকায় আরো ৫টি আসনে এগিয়ে আছে। ব্রিটিশ কলম্বিয়াতে ৮টি অতিরিক্ত আসনের জন্য লিভারেলদের ত্রিমুখী লড়াইয়ের মুখোমুখি হতে হবে। অন্য দুই প্রধান প্রতিদ্ব›দ্বী হচ্ছে কনজারভেটিভ আর নিউ ডেমোক্রেটরা। সর্বশেষ জরিপে ভোটাররা বেশিরভাগই লিবারেলদের পক্ষে রায় দিলেও নির্বাচনেই ফুটে উঠবে আসল চিত্র। অন্টারিওতে ২০১৯ এর নির্বাচনে ৭৯টি আসন লাভ করেছিল। এর আগে ২০১৫ সালে সেখানে তাদের আসন ছিল ৮০টি। এবার সেখানে তাদের আসন ৬টি বাড়তে পারে বলে জরিপের ফলাফল বলছে। তাই যদি হয় তাহলে সেখানে আগামী নির্বাচনে তাদের আসন হবে ৮৪টি। এই প্রভিন্সে ফেডারেল সংসদের কমন্স আসন সংখ্যা ১২১টি। গত ২ নির্বাচনের মতো এবারও লিবারেলরা অন্টারিও এবং কুইবেকে এগিয়ে থেকে সরকার গঠন করতে চাইবে। এই দুই প্রোভিন্সে কনজারভেটিভ ও নিউ ডেমোক্রেটরা প্রবল প্রতিদ্ব›িদ্বতা করলেও লিবারেলদের বিজয় ঠেকাতে পারবে বলে মনে হয় না।

অন্টারিও, কুইবেক ও ব্রিটিশ কলম্বিয়ার পর আরেকটি গুরুত্বপূর্ণ প্রভিন্স হচ্ছে আলবার্টা। সেখানে কমন্স আসনের সংখ্যা ৩৪টি। এখানেও সর্বশেষ জরিপে ক্ষমতাসীনরা এগিয়ে আছে। গত নির্বাচনের চাইতে অন্তত ৫টি আসন বেশি লাভের সম্ভাবনা আছে বলে জরিপ ফলাফলে দেখা গেছে। রাজধানী এডমন্টনের আসনটি পুনরুদ্ধারের জন্য দলের অতি পরিচিত মুখ অমরজিত সোহি ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন।

পুল ট্যাকারের সর্বশেষ জরিপ বলছে, কুইবেকে লিবারেলরা গতবারের চাইতে অনেক এগিয়ে আছে। ২০১৯ সালের নির্বাচনে ৭৮টি আসনের মধ্যে এখানে তারা ৩৫টি আসনে জয়ী হয়েছিল। এবার তারা এই প্রভিন্সে ৪৪টি আসন দখল করতে চাইছে। জরিপের ফলাফলও বলছে কুইবেকে লিবারেলদের আসন ৯টি বাড়তে পারে। অর্থাত এখানে গতবারের ৩৫টি আসন বেড়ে এবার ৪৪টি আসন হতে পারে। সূত্র : সিবিসি নিউজ