স্পোর্টস ডেস্ক : মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন ট্রেন্ট আলেকজান্ডার আরনোল্ড। ফ্রি এজেন্ট (বিনা মূল্যে) হিসেবে যোগ দেবেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। এমন গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে চলছে।

লিভারপুলের সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন আরনোল্ড। সোমবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। লিভারপুলও এক বিবৃতিতে এই রাইটব্যাকের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

লিভারপুল ছাড়াতে চাওয়া জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত উল্লেখ করে নিজের এক্স হ্যান্ডলে আরনোল্ড লেখেন, ‘লিভারপুল ফুটবল ক্লাবে ২০ বছর থাকার পর এটা নিশ্চিত করার সময় এসেছে যে আমি মৌসুম শেষে চলে যাব। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।’

সমর্থকদের উদ্দেশে আরনোল্ড লেখেন, ‘আমি জানি আপনারা অনেকেই হয়তো ভেবেছেন বা হতাশ হয়েছেন যে আমি কেন এ বিষয়ে এখনো কিছু বলিনি। আসলে আমার লক্ষ্য ছিল দলের সর্বোত্তম স্বার্থের ওপর আমার পূর্ণ মনোযোগ দেওয়া।’

লিভারপুলের প্রতি এভাবে কৃতজ্ঞতা জানিয়ে আরনোল্ড লেখেন, ‘২০ বছর ধরে এই ক্লাবই আমার জীবনের সব, আমার পুরো পৃথিবী। একাডেমি থেকে শুরু করে এখন পর্যন্ত, ক্লাবের ভেতরে ও বাইরের সবার কাছ থেকে আমি যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমি আপনাদের সবার কাছে চিরকাল ঋণী থাকবো।’

আগামী ১ জুন লিভারপুলের সঙ্গে আরনোল্ডের মেয়াদ শেষ হবে। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন না। এর অর্থ হলো, রিয়ালের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ফিফা অনুমোদিত ব্যতিক্রমী ট্রান্সফার উইন্ডো অনুযায়ী আরনোল্ড আরও আগে রিয়ালে নাম লেখাতে পারবেন। সে ক্ষেত্রে লিভারপুল থেকে এই রাইটব্যাক জুনে যে বেতন পাবেন, তা নিতে পারবেন না। পাশাপাশি তিনি ফ্রি এজেন্ট হয়ে গেলেও লিভারপুলকে রিয়ালের নামমাত্র দলবদল ফি পরিশোধ করতে হবে।