অনলাইন ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন টরন্টোর লেখক, সাংবাদিক, সংস্কৃতি ও চলচ্চিত্র কর্মীরা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, রাষ্ট্রীয় হেফাজতে থাকাবস্থায় এই হত্যার দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এই আইনের অপব্যবহার করে আটক সব বন্দিদের দ্রুত মুক্তি দিতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন, এনায়েত করিম বাবুল, শওগাত আলী সাগর, সোলাইমান তালুত রবিন, আজিমউদ্দিন আহমেদ, ফয়েজ নুর ময়না, জগলুল আজিম রানা, আরিফ হোসেন বনি, মনিস রফিক, মিনারা বেগম,পারভেজ চৌধুরী প্রমুখ।
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মুশতাক আহমেদ গতকাল সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।