অনলাইন ডেস্ক : দুঃসাহসিক রত্ন চুরির পর ল্যুভর জাদুঘরের কিছু মূল্যবান গহনা ফ্রান্স ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। ফরাসি রেডিও আরটিএল জানিয়েছে, অ্যাপোলো গ্যালারির কিছু রত্ন শুক্রবার (২৪ অক্টোবর) গোপনে পুলিশ পাহারায় ব্যাংকে পাঠানো হয়েছে। খবর রয়টার্স
ফ্রান্স ব্যাংক ল্যুভর থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত এবং দেশের স্বর্ণের রিজার্ভের মতো মূল্যবান জিনিস সংরক্ষণ করে থাকে। ব্যাংকের ভূগর্ভস্থ ভল্ট ভূপৃষ্ঠ থেকে ২৭ মিটার গভীরে অবস্থিত।
এর আগে, গত ১৯ অক্টোবর ল্যুভর জাদুঘরের সংগ্রহশালা থেকে প্রায় ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার মূল্যের আটটি মূল্যবান রত্নচুরি করে নিয়ে যায় একদল চোর। তারা দর্শনার্থীদের জন্য খোলা থাকা অবস্থায় জাদুঘরে ক্রেন ব্যবহার করে ওপর তলার জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। মাত্র সাত মিনিটের মাঝে মূল্যবান কিছু রত্ন নিয়ে মোটরবাইকে করে পালিয়ে যান।
বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক দর্শকের ল্যুভর জাদুঘর পরিদর্শনের রেকর্ড রয়েছে। গত সপ্তাহের চাঞ্চল্যকর চুরির ঘটনার পর ঐতিহাসিক এই জাদুঘরের নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
ডাকাতির এই খবর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এমনকি অনেক ফরাসি নাগরিকের মাঝে এই ঘটনাকে জাতীয় অপমান হিসেবে দেখছেন বলে জানিয়েছেন।






