Home কানাডা খবর শপথ নিলেন কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল

শপথ নিলেন কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল

অনলাইন ডেস্ক : কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল হিসেবে শপথ নিয়েছেন ইনুয়েট সম্প্রদায়ের প্রতিনিধি মেরি সায়মন। সোমবার বিস্তৃত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি শপথ গ্রহণ করেন। দেশটির এই পদে তিনিই প্রথম আদিবাসী। তার এ নিয়োগ কানাডার ঔপনিবেশিক অতীতের ক্ষত সারানোর প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।

চলতি মাসের প্রথমদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার রাষ্ট্রপ্রধান রানি এলিজাবেথের প্রতিনিধি হিসেবে মেরি সায়মনের (৭৩) নাম ঘোষণা করেন। সায়মন একজন সাবেক সাংবাদিক। তিনি কানাডার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্বপালন করেছেন।

উত্তর আমেরিকার মাটিতে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির প্রতিনিধিত্ব করতে ৪০০ বছরেরও আগে গভর্নর জেনারেল পদটি তৈরি করা হয়েছিল। তারপর থেকে এই দায়িত্ব গ্রহণ করতে যাওয়া প্রথম স্থানীয় ব্যক্তি সায়মন।

Exit mobile version