অনলাইন ডেস্ক : আগামী ১৪ই ডিসেম্বর, বুধবার, সন্ধ্যা ৭টায় ২৫৫০ ড্যানফোর্থ এভিনিউ’র হোপ ইউনাইটেড চার্চে বাংলাদেশে সংঘটিত ’৭১ এর গণহত্যার জাতিসংঘের স্বীকৃতির দাবীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘কানাডিয়ান কোয়ালিশন ফর রিকগনিশন অফ বাংলাদেশ জেনোসাইড ইন নাইনটিন্থ সেভেন্টি ওয়ান’ এর আয়োজনে এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান, আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৪ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকারময় দিন। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে যখন পাকিস্তানী হানাদার বাহিনী উপলব্ধি করেছিল তারা বাংলাদেশের মুক্তিকামী মানুষের কাছে পরাজিত হতে যাচ্ছে তখনই বাংলাদেশের সূর্য সন্তানদের তালিকা তৈরি করে তাঁদের হত্যার পরিকল্পনা করে।
শুধুমাত্র ১৪ই ডিসেম্বর প্রায় ২৫০ জন স্বনামধন্য শিক্ষক, চিকিত্সক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক, আইনজীবী সহ বিভিন্ন পেশার বাংলাদেশীকে হত্যা করে। এই কালো দিনকে স্মরণ করার জন্য প্রতি বছর এই দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
উল্লেখ্য, গত ৩রা অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভাস্থ জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১ তম অধিবেশনে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি আলোচিত হয়। এর পর বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা এবং স্বীকৃতি আদায়ের জন্য বেশ কিছু করণীয় পদক্ষেপের প্রয়োজন।
এই প্রক্রিয়ার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে আগামী ১৪ই ডিসেম্বরের আয়োজন করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, বুদ্ধিজীবী দিবসের এই আয়োজনে কানাডায় বসবাসরত মুক্তিযুদ্ধের চেতনার আলোয় আলোকিত ব্যক্তি ও সংগঠন অংশ নিয়ে এই পদক্ষেপকে বেগবান করবে। শহীদ বুদ্ধিজীবী দিবসের এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।