দেলোয়ার এলাহী: ‘কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে…’
অতুল প্রসাদ সেন কি জানতেন তাঁর প্রিয় বাংলা ভাষার জন্য ছাত্রজনতা প্রাণ দেবেন তাঁরই জন্মশহর ঢাকায়? হ্যাঁ, বাংলা ভাষার দাবি আদায় করেছিলেন আমার ভাইয়ের প্রাণ ও রক্ত দিয়েই এবং অবধারিতভাবে সেই পথ ধরেই আমাদের সোনার বাংলাদেশের স্বাধীনতা লাভ হয়েছিল। আজ সারা বিশ্বজুড়ে একুশে ফেব্রæয়ারি, আর ফেব্রæয়ারির ভাষা শহিদের প্রতি সম্মান জানানোর স্মৃতির মিনারই বাঙালির জাতিসত্তা পরিচয়ের প্রধান কেন্দ্র।

বাঙালি যেখানেই গিয়েছেন, যত বৈরি আবহাওয়াই হোক, অস্থায়ী শহিদ মিনার তৈরি করে হলেও, শহিদের প্রতি সম্মান-শ্রদ্ধা প্রকাশ করেছেন যথাযথ মর্যাদায়। এই টরন্টো শহরেও অনেক মহৎপ্রাণ উদ্যমী মানুষের উদ্যোগে অস্থায়ী শহিদ মিনার, স্মৃতি সৌধ নির্মিত হয়েছে। তাঁরা আমাদেরকে শহিদের প্রতি সম্মান জানানোর সুযোগ করে দিয়েছেন। এই সুযোগে তাঁদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার স্যালুট। আমার অভিবাদন।

সময়ের ক্রম ধারায় এই শহরেও বাংলাদেশের অভিবাসীর সংখ্যা বেড়েছে। উদ্যমী ও উদ্যোগী অভিবাসীও এসে যোগ হয়েছেন। সময়ের দাবীতে আমাদের একুশে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। এই ধারাবাহিকতায় টরন্টো শহরে স্থায়ী শহিদ মিনার প্রতিষ্ঠার কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়েছে?

শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরিচালনা কমিটিতে পর্যায়ক্রমে ত্যাগী ও উদ্যোগী ব্যক্তিবর্গকেও সংযুক্তির মাধ্যমে তাঁদের প্রাপ্য সম্মানকে স্বীকৃতি দেওয়া হয়েছে দেখে সাধারণ জনগণ খুশি হয়েছেন? এই স্থায়ী শহিদ মিনারটি প্রতিষ্ঠিত হবে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে এবং বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত ডানফোর্থ সংলগ্ন ডেন্টোনিয়া পার্ক পরিসরে। এই সিদ্ধান্তেও বাংলাদেশের প্রবাসী ভাইবোনেরা আনন্দিত হয়েছেন।

সিটি অফ টরন্টোর সমস্ত আইন কানুন আনুষ্ঠানিকতা শেষ করে দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন । ইতোমধ্যে শহীদ মিনার এলাকা বেষ্টনী করা হয়েছে । সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সপ্তাহের মধ্যেই নির্মানের কাজ শুরু করা হবে ।

যারা অক্লান্ত পরিশ্রম করে এই উদ্যোগকে আজকের বাস্তবতায় সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন; তাঁদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। অভিবাদন। স্যালুট।

শহিদ মিনার আপনার। আমার। সকলের। বাঙালি কমিউনিটির সকলের প্রতি অগ্রিম অভিনন্দন। আগামী একুশে ফেব্রুয়ারিতে একসাথে, এককাতারে আমরা শহিদ মিনারে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে শ্রদ্ধা জানাবো। সম্মান জানাবো এই আশাবাদ ব্যক্ত করি। বাঙালির জয় হোক। মানবতার জয় হোক। টরোন্টো, কানাডা