অনলাইন ডেস্ক : ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন ১৩০ জনের বেশি শিক্ষার্থী।

তাদের অভিযোগ, বেআইনিভাবে তাদের ভিসা বাতিল করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা মামলায় বলেন, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি হঠাৎ করে ও বেআইনিভাবে সরকারের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (এসইভিআইএস) থেকে তাদের স্ট্যাটাস বাতিল করে দিয়েছে। এতে করে তারা গ্রেফতার, আটক এবং নির্বাসনের ঝুঁকিতে পড়েছেন। প্রাথমিকভাবে ১১ জন শিক্ষার্থী জর্জিয়া অঙ্গরাজ্যে মামলা করেছিলেন। এরপর থেকে তাদের সঙ্গে আরও ১১৬ জন যোগ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী হঠাৎ করে খুঁজে পেয়েছেন তাদের ভিসা বাতিল করা হয়েছে। কিছু ক্ষেত্রে কোনও কারণ ছাড়াই এটি করা হয়েছে।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যয়নরত চীনের এক শিক্ষার্থী জানিয়েছেন, তাকে ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয় তার ভিসা বাতিল করা হয়েছে। তবে কী কারণে ভিসা বাতিল করা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি। তার বিশ্বাস, হয়তো ট্রাফিক সংক্রান্ত একটি বিষয়ে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটি আগেই মীমাংসা হয়ে গেছে। এছাড়া তার অপরাধের আর কোনও রেকর্ড নেই।

নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির এক ভারতীয় শিক্ষার্থী জানিয়েছেন, তার ভিসাও বাতিল করা হয়েছে। কিন্তু কারণ উল্লেখ করা হয়নি। তিনি বলেছেন, তার বিরুদ্ধে দোকানে চুরির অভিযোগে মামলা হয়েছিল। কিন্তু এ মামলাটি বাতিল করা হয়েছে। তা সত্ত্বেও তার ভিসা রহিত করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, এএফপি