ম্যাক আজাদ : অন্যান্য বছরের মতো গত দশ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হল বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস) আয়োজিত সুপ ফেস্টিভ্যাল ২০২২।
অনুষ্ঠানে বিভিন্ন ধরণের সুস্বাদু সুপ এর সাথে ছিল মুখরোচক চিকেন কর্ন সুপ, চিলি সুপ, ক্রীম অফ টমেটো, ক্রীম অফ ব্রকলি, লেন্টিল সুপ, মেক্সিকান চিকেন টর্টিলা সুপ, থাই সুপ, শ্রিম্প সুপ, হালিম, পায়া ও অন্যান্য খাবার।
খাবারের পাশাপাশি অনুষ্ঠানকে গানের সুরে বেঁধে মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশ কমিউনিটির কণ্ঠশিল্পীগণ। উপস্থিত অতিথিদের অনেকেই সরাসরি অর্থ দিয়ে সেন্টার এর তহবিল সংগ্রহে সাহায্য করেন। সম্মানিত এমপিপি ডলি বেগম সপরিবারে অংশগ্রহণ করে আয়োজকদের উৎসাহ প্রদান করেন।
এই অনুষ্ঠান কমিউনিটির জনগণের অংশগ্রহণের একটি অপূর্ব দৃষ্টান্ত, যেখানে সকল খাবার ছিল কমিউনিটির বিভিন্ন জন ও সংগঠনের অনুদান।
প্রতি বছরের মত এবছরেও বিসিসিএস এর সুপ উৎসব বাংলাদেশী কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটিতে অভূতপূর্ব সাড়া জাগিয়েছে।
এছাড়াও বিভিন্ন বয়সী, বিভিন্ন কমিউনিটির লোকজনের সক্রিয় অংশগ্রহনে অনুষ্ঠানটি পরিণত হয় এক বর্ণিল মিলনমেলায়।
সর্বোপরি বাংলাদেশ সেন্টার এর নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সার্থক ও সুন্দর হয়ে উঠে।