বিনোদন ডেস্ক : ৫৪ বছর পূর্ণ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন তিনি। এবার এ অভিনেতার জন্মদিন কাটছে শুটিংয়ের ফ্লোরে সহকর্মীদের সঙ্গে। বিটিভির ‘পিছুটান’ নামের একটি নাটকের শুটিং করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাকটি পরিচালনাও করছেন তিনি। জাহিদ হাসান বলেন, জন্মদিনে বিটিভির একটি ধারাবাহিক নাটকের শুটিং করছি। অনেক বছর পর সহকর্মীদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছি। সবার সঙ্গে হাসি-আনন্দেই কাটছে দিনটি।
বিটিভির বহু নাটকে অভিনয় করলেও ‘পিছুটান’ এর মাধ্যমে এবারই প্রথমবার বিটিভির কোন নাটকের নির্মাতা হিসেবে কাজ করছেন। নাটকটি রচনা করেছেন জাকির হোসনে উজ্জ্বল। নাকটটি নির্মাণ করতে গিয়ে বেশ স্মৃতিকাতর হয়ে যাচ্ছেন তিনি। জাহিদ হাসান ৯০-এর দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। সেই নব্বই দশকেই হুমায়ূন আহমেদ পরিচালিত একটি টেলিফিল্মে মফিজ নামের একটি পাগলের চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিফিল্ম নক্ষত্রের রাত, মন্ত্রী মহোদয়ের আগমন, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, আজ রবিবার তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে। পরে আরও অসংখ্য নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত বিখ্যাত আরেকটি চরিত্রের নাম ‘আরমান ভাই’। শুধু নাটক টেলিফিল্মেই নয়, চলচ্চিত্রেও সফল জাহিদ হাসান। ১৯৮৬ সালে আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ‘বলবান’ সিনেমা দিয়ে তার অভিষেক ঘটে। এরপর কাজ করে প্রশংসা পেয়েছেন মোস্তফা সরায়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি, হুমায়ুন আহমেদের আমার আছে জল, শ্রাবণ মেঘের দিন, তৌকীর আহমেদের হালদা, গোলাম সোহরাব দোদুলের সাপলুডু সিনেমায়। বর্তমানে অপেক্ষায় আছে তার অভিনীত ‘শনিবার বিকেলে’।