বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাড়াহুড়া করে তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই শেফালি মারা গেছেন। শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড।
এদিকে, শেফালির মৃত্যুর পর তার বাড়ির নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি শুক্রবার রাত ১০টা থেকে ১০:১৫ এর মধ্যে একটি গাড়ি যাওয়ার জন্য গেট খুলেছিলেন। সেই সময় অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে তার কোনও ধারণা ছিল না। তারপর রাত ১টা নাগাদ তিনি শেফালি জারিওয়ালার মৃত্যুর খবর পান। প্রহরী জানান যে প্রথমে তিনি বিশ্বাস করেননি। কিন্তু পরে একজন পরিচিত ব্যক্তি তাকে ফোনে একটি ছবি দেখিয়ে জানান যে শেফালি মারা গেছেন।
এনডিটিভির সঙ্গে কথা বলতে গিয়ে শেফালির নিরাপত্তারক্ষী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শেফালি ও পরাগকে তিনি তাদের পোষ্যের সঙ্গে সোসাইটি কম্পাউন্ডে দেখে ছিলেন। তিনি আরো জানান যে শুক্রবার সন্ধ্যায় যখন শেফালিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তিনি ডিউটিতে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অথচ মাত্র এক ঘন্টা আগে রাত ৯টায় পরাগ তার মোটরসাইকেলে বাড়ি ফিরে আসে, শত্রুঘ্নই তার জন্য সোসাইটির গেট খুলেছিলেন।
শোবিজে শুরুর দিকে মডেলিং করতেন জারিওয়ালা। ৩৫টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ২০০৪ সালে বলিউডে তার অভিষেক হয়। ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও-র মাধ্যমে এই পথচলা শুরু হয় তার। তবে ‘কাটা লাগা’ গানের জন্য রাতারাতি বিখ্যাত হয়ে যান শেফালি।
ব্যক্তিগত জীবনে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে শেফালির। ২০০২ সালে ঘর বেঁধেছিলেন। তবে সে সংসার স্থায়ী হয়নি। মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনে স্বামীর সঙ্গে বিচ্ছেদ করেন তিনি। বিচ্ছেদের পর অনেকটা আড়ালে চলে যান শেফালি। এরপর ২০১৪ সালে ঘর বাঁধেন পরাগ ত্যাগীর সঙ্গে। দুজনে ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী ছিলেন। সংসার জীবনেও সুখী ছিলেন তারা।
খোলামেলা স্বভাব এবং সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন শেফালি জারিওয়ালা। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়নের সক্রিয় প্রচারক হিসেবে কাজ করেছেন। তার হঠাৎ মৃত্যুতে বিনোদন জগতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।






