অনলাইন ডেস্ক : হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ জানাজায় অংশ নিতে ইরানের মাশহাদ শহরে পৌঁছেছেন তাঁর পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদিও সেখানে পৌঁছেছেন। ৬৩ বছর বয়সী সদ্যঃপ্রয়াত এই প্রেসিডেন্টের জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) রাজাভি খোরাসান প্রদেশের মাশহাদ শহরে স্থানীয় সময় দুপুর ২টায় ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর এই শহরেই শেষ জানাজার পর চিরনিদ্রায় শায়িত হবেন রাইসি। বিকেলে রাইসিকে রাজাভি মাজারে সমাহিত করা হবে।
এর আগে আজ সকালে দক্ষিণ খোরাসান প্রদেশে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। গত রবিবার প্রেসিডেন্ট রাইসি ও তাঁর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানসহ ৯ জন বিমান বিধ্বস্তে নিহত হন।

গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রেসিডেন্টকে বিদায় দেওয়ার অনুষ্ঠান।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল