গ্রেটার খুলনা এসোসিয়েশন অব কানাডা ইনক.-এর বিশেষ উপদেষ্টা জাফরুল ইসলাম লাকি আর নেই। (ইন্নালিল্লাহে….. রাজেউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত ১৪ মার্চ সোমবার টরন্টোর নিকটবর্তী শহর ভন এ অবস্থিত নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাইবোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৫ মার্চ মঙ্গলবার ভনে অবস্থিত বিচউড কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
জাফরুল ইসলামের আদি নিবাস ছিল খুলনার মৌলভী পাড়ায়। তিনি সবার কাছে ছিলেন খুবই প্রিয় একজন ব্যক্তি। অনেক সামাজিক সংগঠনের সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন। তার পিতা মহিউদ্দিন আহম্মদ-এর প্রচেষ্টায় গড়ে উঠেছিল খুলনা খানজাহান আলি রোডে অবস্থিত সুলতানা হামিদ আলী উচ্চ বালিকা বিদ্যালয়। চাচা মরহুম সুলতান আহম্মদ দীর্ঘদিন (১৯৪৮-১৯৫৫) খুলনা পৌরসভার নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
জাফরুল ইসলামের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতিত গভীর সমবেদনা জ্ঞাপন করছি।