Home কানাডা খবর শোক সংবাদ

শোক সংবাদ

অনলাইন ডেস্ক : টরেন্টোর স্কারবোরর ২০ টিসডেল নিবাসী শেখ মোহাম্মদ আবু তাহের আব্দুল্লাহ গত ১০ই নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আট ঘটিকায় কক্সওয়েল-এর মাইকাল গেড়ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বৎসর। জনাব আব্দুল্লাহ বেশ কিছুদিন যাবত কান্সার চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে যান। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মরহুম তাহের আব্দুল্লাহ বাংলাদেশে সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে কর্মরত থাকাকালীন ২০০৭ সনে ইমিগ্রেশন নিয়ে কানাডা আগমণ করেন। মরহুম আব্দুল্লাহ কানাডার “ঢাকা কলেজ এলামনাই আসোসিয়েসন”-এর প্রতিষ্ঠাটা সভাপতি ছিলেন।

Exit mobile version