Home কানাডা খবর সফলতার সাথে শেষ হলো ৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো-২০২১

সফলতার সাথে শেষ হলো ৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো-২০২১

মনিস রফিক : টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো-২০২১ অত্যন্ত সফলতার সাথে শেষ হয়েছে। করোনাজনিত কারণে এ বছর ২৩শে সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিনব্যাপী অনলাইনে এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়।

২৩শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল দশটায় ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল বোম্বে থেকে অনলাইনে ফেস্টিভ্যালের উদ্বোধন ঘোষণা করেন। তাঁর উদ্বোধনী বক্তৃতায় তিনি এই আয়োজনের জন্য টরন্টো ফিল্ম ফোরাম এবং এর সাথে জড়িত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বহু দেশের এবং বহু ভাষার চলচ্চিত্র আমাদের মনোজগতকে অনেক বেশি প্রসারিত করে। সেই সাথে এমন ধরনের আয়োজন একে অপরের সংস্কৃতিকে ভালভাবে জানার পথ উন্মুক্ত করে দেয়। তিনি আরও বলেন, একে অপরের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ আমাদেরকে প্রতিনিয়ত আরও সুন্দর মানুষ, সমাজ ও পৃথিবী গড়তে সহায়তা করে। উল্লেখ্য, ১৯৩৪ সালে শ্যাম বেনেগাল ভারতের হায়দ্রাবাদে জন্ম গ্রহণ করেন। গত শতাব্দীর সত্তরের দশকে ভারতীয় চলচ্চিত্রের ‘নিউ ওয়েভ’ এর তিনি একজন অন্যতম প্রাণপুরুষ। তাঁর হাত ধরেই শাবানা আজমী, নাসিরুদ্দিন শাহ এবং অন্যান্য প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনয় শিল্পীদের উত্থান ঘটে। শ্যাম বেনেগালের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হচ্ছে, অংকুর, নিশান্ত, মন্থন, ভূমিকা, সরদারি বেগম, যোবাইদা। তিনি চলচ্চিত্র পরিচালনার জন্য বেশ কয়েকবার ভারতের জাতীয় পুরষ্কার পান। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকের মত গুরুত্বপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন। বাংলাদেশ সরকারের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিতব্য চলচ্চিত্রের তিনি পরিচালক। ছয় দিনব্যাপী অনলাইন চলচ্চিত্র উৎসবে পৃথিবীর ১২৩টি দেশের ৩ হাজারের বেশি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে ১১০টি দেশের ৩০০টি প্রামাণ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র এবং পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র প্রদর্শিত হয়। এই চলচ্চিত্র উৎসবের ছবিগুলো দেখার জন্য দর্শকদের কোন অর্থ ব্যয় বা রেজিস্ট্রেশন করতে হয়নি। ছবিগুলো দেখার জন্য torontomulticulturalfilmfestival.com ওয়েব সাইট লিংক এ ক্লিক করে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে বিশেষ দিনের চলচ্চিত্রগুলো দর্শক উপভোগ করতে পেরেছেন। উল্লেখ্য, কানাডায় বসবাসরত বাংলাদেশী স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমীদের উদ্যেগে ২০১৪ সালে টরন্টোতে টরন্টো ফিল্ম ফোরাম গঠিত হয়। এই ফোরাম গঠনের একটি প্রধানতম লক্ষ্য ছিল, পৃথিবীর বহুজাতিক স্বাধীন এবং বিকল্পধারার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শন করা। মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনের মধ্য দিয়ে টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা মনে করেন, বহু ভাষা ও বহু জাতির মানুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানই পারে আমাদের এই পৃথিবীকে আরও সুন্দর ও শান্তিময় করে তুলতে। অনলাইনে চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রে এ উৎসবের অর্জন খুবই আনন্দদায়ক। এ উৎসবে সারা পৃথিবীর ২,৭১,৮১১ দর্শক অংশ নিয়েছেন। দর্শকদের ৬৪.৭% পুরুষ এবং ৩৫.৩% নারী। এ উৎসবের যেসব ডিভাইসের মাধ্যমে উৎসবের ছবিগুলো দর্শক দেখেছেন তা হচ্ছে- মোবাইল ৪২%, ডেস্কটপ ৩৭%, ট্যাবলেট ১৪% এবং টিভি অ্যাপ ৭%। এতো দর্শকের উপস্থিতি সত্বেও ফেস্টিভ্যালের সিকিউরিটি মনিটরিং অ্যাপের তথ্য অনুযায়ী ডাউনলোডের সংখ্যা শূন্য। ফলে উৎসবে প্রদর্শিত ১১০টা দেশের ৩০০ চলচ্চিত্রকে পাইরেসি থেকে মুক্ত রাখা সম্ভব হয়েছে।

দর্শকের সংখ্যা বিবেচনায় এ উৎসবের টপ টেন দেশ হচ্ছে:
০১. বাংলাদেশ (দর্শক ৬৭,২৬৮)
০২. কানাডা (দর্শক ৩৭,৪০৮)
০৩. ইন্ডিয়া (দর্শক ২৭,৯৬৭)
০৪. আমেরিকা (দর্শক ১১,৭২০)
০৫. ইজিপ্ট (দর্শক ১১,০৭৭)
০৬. ফিলিপিন্স (১০,৫২৬)
০৭. মেক্সিকো (৯,৮৯৫)
০৮. মেসিডোনিয়া (দর্শক ৭,২৫১)
০৯. থাইল্যান্ড (দর্শক ৭,০২৯)
১০. বেলারুস (দর্শক ৬,৬০৬)
টরোন্ট ফিল্ম ফোরাম আয়োজিত এই উৎসব ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে https://www.torontomulticulturalfilmfestival.com/-এই অনলাইন প্ল্যাটফর্মে। চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও এই প্ল্যাটফর্মে উৎসবের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান সরাসরি স্ট্রিমিং হয়েছে।

এ উৎসবের তিন শাখার শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান পায়, প্রামাণ্য চলচ্চিত্রে কানাডার ক্রিস্টোফার ডারটনের ‘এঞ্জিঃ টেলস অফ ডিটারমিনেশন’, স্বল্প দৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্রে ইরানের সোহেইল আরবের ‘দ্য ব্ল্যাক ম্যাক্স’ এবং পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্রে কিউবার পাবলো ভিলালোবাস এর ‘ওলটার’।

টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো-২০২১ এর স্পন্সররা হচ্ছেন, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, রিয়েল স্টেট ব্রোকার শেখ হাসিব হোসেন, মর্টগেজ ব্রোকার আসাবুদ্দিন খান আসাদ, ব্যারিস্টার চয়নিকা দত্ত, ব্যারিস্টার রিজওয়ান রহমান, মর্টগেজ ব্রোকার মোর্শেদা শরীফ, রিয়েল স্টেট ব্রোকার গৌতম পাল, রিয়েল স্টেট ব্রোকার মাসুদ গালিব, রিয়েল স্টেট ব্রোকার অলোক চৌধুরী, আর্কিটেক্ট ফয়সাল আহমেদ, আলবিয়ন বিল্ডার্সের জামাল হোসেন- ফরিদা হক এবং রাশ এর শাহিন খান। ৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো-২০২১ এর ফেস্টিভ্যাল ডিরেক্টর এবং ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর ছিলেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল এবং সাধারণ সম্পাদক মনিস রফিক।

Exit mobile version