অনলাইন ডেস্ক : এবারও নিজের ব্রোকারেজ হাউজ সেঞ্চুরী ২১ থেকে প্রেসিডেন্ট এওয়ার্ড পেলেন নামী রিয়েলটর সৈয়দ আমিনুল ইসলাম। এর মাধ্যমে সফলতার সিঁড়ি বেয়ে আরও এক ধাপ উপরে উঠে গেলেন তিনি। গত ১৪ই জানুয়ারি রাতে স্কারবো কনভেনশন সেন্টারে আয়োজিত ইনোভেটিভ গালা নাইটে সৈয়দ আমিনুলের হাতে এওয়ার্ড তুলে দেওয়া হয়।

জমকালো এ অনুষ্ঠানে কয়েক শতাধিক রিয়েল এষ্টেট এজেন্ট ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এওয়ার্ড প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সৈয়দ আমিনুল ইসলাম বলেন, আমার সম্মানিক ক্লায়েন্টরা আমার প্রাণ। তাদের কারণেই প্রতি বছরই এওয়ার্ডে সম্মানিত করে আমার ব্রোকারেজ হাউজ। আগামীতে যেন এ ধরনের পুরষ্কার বেশি বেশি পেতে পারি এজন্য সম্মানিত ক্লায়েন্টদের কাছ থেকে সহযোগিতা চাই।

উল্লেখ্য, প্রায় প্রতি বছরই নিজের ব্রোকারেজ হাউজ থেকে এপ্রিসিয়েশন এওয়ার্ড পান সৈয়দ আমিনুল ইসলাম। ২০১৫ সালে তিনি গোল্ড এওয়ার্ড, ২০১৬ ও ২০১৭ সালে প্ল্যাটিনাম এওয়ার্ড, ২০১৮ সালে ডায়মন্ড এওয়ার্ড, ২০১৯ সালে চেয়ারম্যান এওয়ার্ড, ২০২০ সালে ডায়মন্ড এওয়ার্ড, ২০২১ সালে চেয়ারম্যান এওয়ার্ড এবং একই বছরে সেঞ্চুরিয়ান এওয়ার্ড অর্জন করেছেন তিনি। সৈয়দ আমিনুল ইসলামের সাথে রিয়েল এষ্টেট বিষয়ে যে কেউ ৬৪৭-২১৫-৮৫০৮ নাম্বারে যোগাযোগ করতে পারেন।