অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে থাকা প্রত্যেক আমেরিকান নাগরিককে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি। এমনকি মার্কিন সকল নাগরিককে প্রত্যাহারের জন্য যদি বেঁধে দেওয়া সর্বশেষ সময় ৩১ আগস্টের পর সময়সীমা বাড়ানো লাগতো, তারপরেও সেটা করতাম।

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল বুধবার এ কথা বলেছেন বাইডেন। জানা গেছে, এবিসি নিউজের পক্ষ থেকে সাক্ষাৎকার নিয়েছেন জর্জ স্টিফানোপুলুস।

জো বাইডেন বলেছেন, মার্কিনিদের এটা বোঝা উচিত যে, ৩১ আগস্টের মধ্যে আমরা এটি (সকল মার্কিনিদের প্রত্যাহার) করার চেষ্টা করবো।

জো বাইডেন আরো বলেছেন, আপনি যদি মার্কিন বাহিনীতে থাকেন, সেখানে (আফগানিস্তানে) যদি মার্কিন নাগরিক অবশিষ্ট থাকে, তাদের সবাইকে প্রত্যাহার করে নেওয়া পর্যন্ত আমরা সেখানে থাকবো।

বিবিসি বলছে, ১০ হাজার থেকে ১৫ হাজার আমেরিকান নাগরিক এখনো আফগানিস্তানে রয়েছে।

সূত্র: বিবিসি