Home আন্তর্জাতিক সরব নিউইয়র্ক, কাজে ফিরছেন ৪ লাখ কর্মী

সরব নিউইয়র্ক, কাজে ফিরছেন ৪ লাখ কর্মী

অনলাইন ডেস্ক : ৮১ দিনের করোনাভাইরাস লকডাউন শেষে ৮ জুন নিউইয়র্ক সিটি সচল হয়েছে। লকডাউন তুলে নেওয়ায় ৪ লাখের বেশি কর্মী কাজে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে করোনার হটস্পট ছিল নিউ ইয়র্ক। এখানে করোনায় প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে এ নগরীর মানুষ কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ মেনে চলেছেন। ফলে স্থিমিত হয়েছে করোনার সংক্রমণ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ায় অঙ্গরাজ্যটির গভর্নর এ্যান্ড্রু ক্যুমো এবং সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ে পৃথক পৃথকভাবে নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

তারা বলেছেন, আমরা জয়ী হয়ে ফিরেছি। সকলে সজাগ থাকায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা আর মহামারিতে রূপ নিতে পারবে না এই সিটিতে। নিজের, পরিবারের, প্রতিবেশী এবং গোটা সমাজের মঙ্গলে সকলে নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে তারা আশা পোষণ করেছেন।

Exit mobile version